স্থিতিশীল প্রাক্তন রাষ্ট্রপতি, মৃত্যু সংবাদের গুজব ওড়ালেন অভিজিৎ
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ কোমায় চলে গিয়েছেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। বৃহস্পতিবার সকালে হাসপাতালের তরফে এমনটাই জানানো হয়েছে ।যদিও চিকিৎসকদের তরফে জানানো হয়েছে প্রণববাবুর শারীরিক অবস্থা স্থিতিশীল।
বুধবার রাত থেকে প্রাক্তন রাষ্ট্রপতিকে নিয়ে গুজব ছড়াতে শুরু করে। সেই খবরের রেশ ছিল বৃহস্পতিবার সকালেও। কিন্তু এদিন সকালে ছেলে অভিজিৎ এর কথায় অনেকটা আশ্বাস পাওয়া গিয়েছে। অভিজিৎ মুখোপাধ্যায় নিজে টুইট করে বলেন প্রণববাবু হোমোডায়নামিক্যালি স্থিতিশীল অবস্থায় রয়েছেন।
একই সঙ্গে বাবার মৃত্যু সংবাদের খবর যেভাবে ছড়ানো হয়েছে তাতেও তীব্র নিন্দা জানিয়েছেন তিনি। টুইটারে বিরক্তি প্রকাশ করেন মেয়ে শর্মিষ্ঠা মুখ্যোপাধ্যায়। মিডিয়াকে অনুরোধ করেন যাতে তাঁকে বারবার ফোন না করা হয়।
মাস্কে জাতীয় পতাকার ব্যবহার অবমাননার প্রশ্নে সরব তৃণমূল ও বিজেপি
গত রবিবার বাথরুমে পড়ে গিয়ে মাথায় আঘাত পান প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখ্যোপাধ্যায়। মাথায় রক্ত জমাট বেঁধে গুরুতর চোট পান তিনি। সোমবার হাসপাতালে ভর্তি করা হলে প্রাক্তন রাষ্ট্রপতির শরীরে করোনা পজিটিভ মেলে। সে কথা টুইটারে নিজেই জানান প্রণববাবু।
মঙ্গলবার তাঁর শারিরীক পরিস্থিতি সংকটজনক বলে দাবী করেন চিকিৎসকরা। তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়। বুধবারও হাসপাতালের তরফে জানানো হয় তাঁর শারিরীক অবস্থা সংকটজনক।
কিন্তু এরই মধ্যে বিভিন্ন মাধ্যমে ছড়ানো গুজবে বিরক্তি প্রকাশ করেন পরিবার পরিজনেরা। বৃহস্পতিবার সকালের বুলেটিনে বলে হয়, প্রণববাবুর শারিরীক অবস্থা একই রকম রয়েছে। তিনি গভীর কোমায় চলে গিয়েছেন কিন্তু তাঁর শরীরের প্যারামিটারগুলো এখনও স্থিতিশীল।