মন্ত্রী পদে ইস্তফা, তবে কী নাকভিই উপরাষ্ট্রপতি পদে বিজেপির প্রার্থী?
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ বুধবার সন্ধের পর কেন্দ্রের সংখ্যালঘু বিষয়ক দফতরের মন্ত্রীপদ থেকে ইস্তফা দিয়েছেন মুক্তার আব্বাস নাকভি। ফলে কেন্দ্রীয় মন্ত্রীসভায় মুসলিম সমাজের আর কোনও প্রতিনিধিত্ব থাকল না। তবে রাজনৈতিক ঘটনাপ্রবাহ যেদিকে এগোচ্ছে তাতে মনে করা হচ্ছে উপরাষ্ট্রপতি পদে নাকভিই হতে চলেছেন বিজেপির প্রার্থী।
দু’মাস আগে রাজ্যসভার সাংসদ পদে নাকভির মেয়াদ ফুরোয়। তবে গত মাসে হয়ে যাওয়া ৫৬ টি আসনের রাজ্যসভার নির্বাচনে তাঁকে প্রার্থী করেনি বিজেপি। যদিও সাংসদ না থেকেও ৬ মাস মন্ত্রী থাকা যায়। সেই নিয়মের কারণেই গত দু’মাস মন্ত্রী পদে ছিলেন মুক্তার আব্বাস নাকভি। তবে তখন থেকেই জল্পনা শুরু হয়েছিল উপরাষ্ট্রপতি পদে তাঁকে প্রার্থী করে দেশের মুসলিম সমাজের পাশাপাশি আন্তর্জাতিক মহলেও বার্তা দিতে চায় বিজেপি।
সময়ের আগেই মহারাষ্ট্রে হয়তো ভোট, ঘর গোছানোর পাশাপাশি সম্ভাব্য সমীকরণ নিয়ে জল্পনা
বুধবার মন্ত্রিসভা থেকে নাকভির ইস্তফার পর সেই সম্ভাবনায় আরও জোরালো হল বলে রাজনৈতিক মহলের ধারণা। তাঁদের মতে নাকভিকে নিয়ে বিজেপির বড় কোনও পরিকল্পনা না থাকলে তাঁকে অন্তত মন্ত্রিসভায় রেখে দিতেন নরেন্দ্র মোদি-অমিত শাহরা।
কারণ কেন্দ্রীয় মন্ত্রিসভা পুরোপুরি মুসলমান প্রতিনিধিহীন হয়ে পড়াটা বিজেপির পক্ষে স্বস্তিদায়ক নয়। তবে শেষ পর্যন্ত নাকভি দেশের উপরাষ্ট্রপতি হলে মন্ত্রিসভা সংক্রান্ত ক্ষতে যে বড়সড় প্রলেপ দেওয়া যাবে তা আর বলার অপেক্ষা রাখে না।
অটলবিহারী বাজপেয়ির মন্ত্রিসভাতেও ছিলেন নাকভি। তিনি কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে ইস্তফা দেওয়ার পর সেই জামানার একমাত্র রাজনাথ সিং মোদি মন্ত্রিসভায় থেকে গেলেন।