বিজেপিতেই আসছেন শুভেন্দু, আশাবাদী মুকুল রায়

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ মন্ত্রীসভা সহ একাধিক সরকারী পদ থেকে অবসর নেওয়ার পর নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারীর বিধায়ক পদ থেকে ইস্তফার দিকে চেয়ে রয়েছে বঙ্গ বিজেপি। কারণ বিধায়ক পদ থেকে ইস্তফা দেওয়ার পরেই নিজেই রাজনৈতিক অবস্থান স্পষ্ট করবেন বলে জানিয়েছিলেন শুভেন্দু।

রাজনৈতিক মহলের মতে, রবিবার সাংবাদিক সম্মেলনেই নিজের অবস্থান স্পষ্ট করবেন তাবড় নেতা। কিন্তু তাঁর আগেই সর্বভারতীয় বিজেপি সহ-সভাপতি মুকুল রায়ের মন্তব্য ঘিরে জল্পনা বাড়তে শুরু করেছে।

একদা তৃণমূলের সেকেন্ড-ইন-কম্যান্ডের বক্তব্য, মন্ত্রীসভা থেকে ইস্তফা দিয়েছেন শুভেন্দু। আর দু, একদিনের মধ্যেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন শুভেন্দু অধিকারী। তিনি বিজেপিতে যোগ দেবেন এটাও আশা রাখছি।

তবে কি শুভেন্দুর রাজনৈতিক টানাপোড়েন চলছে তার কি অবসান পেতে চলেছে? বর্তমান রাজ্য রাজনীতির নিউক্লিয়াসে থাকা শুভেন্দুর আলোচনার পালে হাওয়া লাগালেন বঙ্গ বিজেপির চাণক্য।

 

গত কয়েকমাস ধরে বিভিন্ন অরাজনৈতিক সভা করছেন নন্দীগ্রামের বিধায়ক। মন্ত্রীসভায় থেকে দলবিরোধী কাজের জন্য কটাক্ষ করেছেন তৃণমূল নেতারাই। তারপরেই মন্ত্রীসভা থেকে বেরিয়ে আসেন শুভেন্দু।

কিন্তু শুভেন্দু অধিকারীর রাজনৈতিক পরিচয় নিয়ে এখনও কিছু স্পষ্ট হয়নি। এখনও জারি রেখেছেন নিজের অরাজনৈতিক সভা।

এরই মধ্যে তৃণমূল সাংসদ সৌগত রায়ের মধ্যস্থতায় বৈঠক হয় শুভেন্দু এবং তৃণমূলের যুব সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্যে। কিন্তু তাতেও মেলেনি কোনও রফাসুত্র। দলে থেকে কাজ করা সম্ভব নয়, স্পষ্ট জানিয়ে দিয়েছেন শুভেন্দু অধিকারী।

রাজনৈতিক মহলের মতে, তৃণমূলের সঙ্গে সম্পর্ক পুরোপুরি ছিন্ন করতে চলেছেন তা একপ্রকার স্পষ্ট হয়ে গিয়েছে। তবে কি এবার বিজেপিতে পা? একদা তৃণমূল থেকে আসা মুকুল রায়ের মন্তব্য ঘিরে রাজনৈতিক সমীকরণ মেলাতে শুরু করেছেন বিশেষজ্ঞ মহল।

আরও পড়ুনঃ নাম না করে ভার্চুয়াল বৈঠক থেকে দাদা ও তার অনুগামীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

দিলীপ ঘোষ, অর্জুন সিং এর পর এবার মুকুল রায়ের মন্তব্যে মিলছে শুভেন্দুর রাজনৈতিক ভবিষ্যতের ইঙ্গিত পাচ্ছেন রাজনৈতিক বিশ্লেষকরা?

রবিবার সাংবাদিক সম্মেলনে শুভেন্দুর রাজনৈতিক অবস্থার স্পষ্ট করার পরেই পুর্ব মেদিনীপুরে জনসভা করবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে শনিবার পূর্ব মেদিনীপুরে রামনগরে জনসভা করবেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

শনিবার সকালে ডেবরার চা চক্র থেকে বিজেপি সাংসদ বলেন, “যেখানে মান-সম্মান নেই, যেখানে অধিকার নেই সেখানে কেউ থাকবে না। আর মেদিনীপুরের ছেলে তো থেকবেই না”। তিনি আরও বলেন, মেদিনীপুর থেকে আগামী দিনে রাজ্যে পরিবর্তন হবে।

সব মিলিয়ে শুভেন্দু অধিকারীকে নিয়ে গেরুয়া শিবিরের দুই হেভিওয়েট নেতার মুখে আত্মবিশ্বাসের সুর থেকেই নতুন জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।

সম্পর্কিত পোস্ট