নিরাপত্তা ছাড়তে কেন্দ্রকে চিঠি দিচ্ছেন মুকুল রায়
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ শুক্রবার মমতা বন্দোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে তৃণমূলে যোগদান করেছেন মুকুল রায়। বিজেপি ছাড়ার ২৪ ঘন্টার মধ্যেই কেন্দ্রীয় নিরাপত্তা ছাড়ার সিদ্ধান্ত নিলেন কৃষ্ণনগর উত্তরের বিধায়ক৷ এনিয়ে কেন্দ্রকে চিঠি দেবেন তিনি।
২০১৭ সালের ফেব্রুয়ারি মাসে তৃণমূল ছেড়েছিলেন একদা দলের সেকেন্ড-ইন-কমান্ড। বিজেপিতে যোগ দিতেই পেয়েছিলেন কেন্দ্রীয় নিরাপত্তা। প্রায় চার বছর পর শুক্রবার তৃণমূল ভবনে গিয়ে ফের ঘর ওয়াপসি হল মুকুল রায়ের৷ উপস্থিত ছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দোপাধ্যায় এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ দলের প্রথম সারীর নেতারা।
মুকুল রায়ের দলবদলের পর শুক্রবার রাত থেকেই মুকুল রায়ের কাঁচড়াপাড়ার বাড়িতে মোতায়েন ছিল রাজ্য পুলিশ। মোতায়েন ছিল কেন্দ্রীয় বাহিনীও। শনিবার কেন্দ্রীয় নিরাপত্তা প্রত্যাহারের সিদ্ধান্ত নিলেন মুকুল রায়। দলবদলের আগে বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি পদে ছিলেন মুকুল রায়।
দেশে অনেকটা কমল কোভিড আক্রান্তের সংখ্যা
তৃণমূলে ফিরেও সেই পদ পেলেন তিনি। বিজেপির তরফে জয়প্রকাশ মজুমদার শুক্রবার সাংবাদিক বৈঠক করে মুকুল রায়ের সিদ্ধান্তকে শুভেচ্ছা জানিয়েছেন। একইসঙ্গে মুকুল রায় বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি পদ এবং কৃষ্ণনগর উত্তরের বিধায়ক পদ যাতে ছেড়ে দেন সেই আবেদন জানিয়েছেন। রাজনৈতিক মহলের ধারণা, শনিবার থেকেই সেই প্রক্রিয়া শুরু করলেন তিনি।
মুকুল রায়ের দলবদল নিয়ে শনিবার রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষের মন্তব্য, মুকুল রায় তৃণমূল ছাড়লে যদি তৃণমূলের না ক্ষতি হয় তাহলে বিজেপি ছাড়লে কেন বিজেপির ক্ষতি হবে? কিছু নেতা দলবদলকে অভ্যাসে পরিণত করে ফেলেছেন। তবে মুকুলের পর বিজেপি থেকে ঘর ওয়াপসি করবেন কারা? তা নিয়ে জল্পনা তুঙ্গে৷