বিধানসভার পিএসি সদস্য পদে মনোনয়ন জমা দিলেন মুকুল রায়
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ বুধবার বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির সদস্য পদের জন্য মনোনয়ন জমা দিলেন কৃষ্ণনগর উত্তরের বিধায়ক মুকুল রায়। বুধবার বিধানসভায় চিঠি দিয়ে মনোনয়ন জমা দেন তিনি। তৃণমূলের তরফে মুকুলকে গুরুত্ব দেওয়া হলেও বিজেপি ছেড়ে তৃণমূলে আসার পর মুকুল রায়ের পর পিএসি সদস্যপদে মুকুলের অবস্থান নিয়ে বিজেপি কী পদক্ষেপ নেয় তা নিয়ে ব্যাপক শোরগোল শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে।
২ রা মে ফল ঘোষণায় কৃষ্ণনগর উত্তরের আসনটি জয়লাভ করেন মুকুল রায়। তখন তিনি ছিলেন গেরুয়া শিবিরের সর্বভারতীয় সহ-সভাপতি ৷ কিন্তু ১১ জুন ছেলেকে সঙ্গে নিয়ে তৃণমূলে প্রত্যাবর্তন করেন তিনি।
তার পরেই জল্পনা শুরু হয় রাজ্যসভার সদস্যপদ না দিলেও পিএসি চেয়ারম্যান পদে মুকুল রায়কে বসাতে চাইছে শাসক দল। এনিয়ে বিজেপি বনাম তৃণমূলের তরজা শুরু হয়। নিয়মের দোহাই দিয়ে বিষয়টি ধামাচাপা দেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। বুধবার পিএসির সদস্যপদের জন্য মুকুল রায়ের নাম ঘোষণার পর সেই জল্পনায় ঘৃতাহুতি দিয়েছে ।
নিয়মানুযায়ী পিএসি চেয়ারম্যান পদটি বিরোধীরাই মুলত পেয়ে থাকেন। কিন্তু বিশেষ ক্ষেত্রে ব্যতিক্রম দেখা গিয়েছে। ল ওয়াকিবহাল মহলের ধারণা,২ রা জুলাই থেকে বিধানসভার বাজেট অধিবেশন শুরু হওয়ার কথা৷ সেখানে মুকুল রায়কে পিএসির চেয়ারম্যান পদে নির্বাচিত করতে পারেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়৷
তবে আগে থেকেই মুকুলের সেই রাস্তা বন্ধ করে দিয়েছে বিজেপি। মুকুল রায়কে বিধায়ক পদ থেকে খারিজের দাবীতে স্পিকারের কাছে চিঠি দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী৷ বুধবার পরিষদীয় কমিটিগুলির জন্য বিধায়কদের নাম জমা দেবে বিজেপি।সেখানে একটা রাজনৈতিক ডামাডোল তৈরি হতে পারে।
কিন্তু পুর্বে বিধানসভায় দলবদল নিয়ে স্পিকারের ভূমিকা থেকে শিক্ষা নেওয়া দরকার বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। অনেকেই বলছেন, দলবদল করলেও বিধায়ক পদ টিকে থাকতে পারে মুকুলের৷ তাই মুকুলকে পরিষদীয় রাজনীতিতে এবার বিজেপি কী পদক্ষেপ নেয়? সেদিকে তাকিয়ে সকলেই।