মুকুল রায়কে ‘Z’ ক্যাটাগরির নিরাপত্তা দিল রাজ্য সরকার
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ সদ্য বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসের প্রত্যাবর্তন করা মুকুল রায়কে রাজ্য সরকার জেড ক্যাটাগরির নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তাঁর পুত্র প্রাক্তন বিধায়ক শুভ্রাংশু রায়কে ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হবে।
রাজ্যের স্বরাষ্ট্র দপ্তর সূত্রে এ খবর জানা গেছে। শুক্রবার তৃণমূল কংগ্রেসে যোগদানের পরেই মুকুলবাবুর নিরাপত্তায় রাজ্য পুলিশ মোতায়েন করা হয়। যদিও তাঁর নিরাপত্তায় কেন্দ্রীয় আধাসামরিক বাহিনীর জওয়ানেরা এখনো পর্যন্ত মোতায়েন রয়েছেন।
তবে মুকুলবাবু ইতিমধ্যেই কেন্দ্রীয় নিরাপত্তা প্রত্যাহারের আবেদন জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রকে চিঠি লিখেছেন বলে জানা গেছে।
শুক্রবার মমতা বন্দোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে তৃণমূলে যোগদান করেছেন মুকুল রায়। বিজেপি ছাড়ার ২৪ ঘন্টার মধ্যেই কেন্দ্রীয় নিরাপত্তা ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন কৃষ্ণনগর উত্তরের বিধায়ক৷ এনিয়ে কেন্দ্রকে চিঠি দিয়েছেন তিনি।
মুকুল রায়ের দলবদলের পর শুক্রবার রাত থেকেই মুকুল রায়ের কাঁচড়াপাড়ার বাড়িতে মোতায়েন ছিল রাজ্য পুলিশ। মোতায়েন ছিল কেন্দ্রীয় বাহিনীও। শনিবার কেন্দ্রীয় নিরাপত্তা প্রত্যাহারের সিদ্ধান্ত নিলেন মুকুল রায়। দলবদলের আগে বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি পদে ছিলেন মুকুল রায়।
উত্তপ্ত জম্মু-কাশ্মীর, মৃত ২ জন এবং গুরুতর আহত ২ পুলিশ অফিসার
মুকুল দাবি করেন, বাধ্য হয়েই তিনি বিজেপি ত্যাগ করেছেন। কি কি কারণে তাকে বিজেপি ছাড়তে হলো তা বিস্তারিত ভাবে লিখিত আকারে সংবাদমাধ্যমের কাছে প্রকাশ করবেন বলেও মুকুলবাবু জানিয়েছেন।
তৃণমূল কংগ্রেস নেত্রী মুকুল রায়ের প্রত্যাবর্তনকে ঘরে ফেরা বলে মন্তব্য করেছেন। তিনি বলেন মুকুল রায়ের সঙ্গে তার কোনো ব্যাক্তিগত মতবিরোধ নেই। তৃণমূল কংগ্রেসে ফিরে এসে তিনি মানসিকভাবে শান্তি পাবেন বলেও তৃণমূল কংগ্রেস নেত্রী আশা প্রকাশ করেছেন।
মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, মুকুল রায় নির্বাচনের সময় তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে কোনও অপ্রীতিকর কথা বলেননি৷ কিন্তু নির্বাচনের আগে তৃণমূল ত্যাগী অনেক নেতাই বিশ্বাস ঘাতকতা করেছেন, দলকে আক্রমণ করেছেন৷ তাঁদেরকে দলে ফেরানো হবে না।