তৃণমূল যোগের জল্পনা উড়িয়ে রাহুল সাক্ষাতে মেঘালয়ের বিরোধী দলনেতা মুকুল সাংমা

দ্য কোয়ারি ডেস্ক: তৃণমূল যোগের সমস্ত জল্পনা উড়িয়ে রাহুল গান্ধীর সঙ্গে দেখা করলেন মেঘালয়ের বিরোধি দলনেতা মুকুল সাংমা।

গত কয়েকদিন ধরেই জল্পনা ছিল কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদান করতে চলেছেন মেঘালয়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী মুকুল সাংমা৷ তাঁর হাত ধরেই মেঘালয়ে ফুটতে চলেছে ঘাসফুল। সেই সমস্ত জল্পনার মধ্যে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর সঙ্গে দেখা করলেন মেঘালয়ের বিরোধী দলনেতা মুকুল সাংমা।

গত কয়েক সপ্তাহ ধরে কংগ্রেস বিধায়কের দুরত্ব ক্রমশ বেড়েই চলেছিল৷ একের পর এক দলীয় বৈঠক এড়িয়ে গিয়েছিলেন তিনি৷ এরই মধ্যে তৃণমূল সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মুকুলের বৈঠকের পর তাঁর তৃণমূল যোগের জল্পনা শুরু হয়৷

শুধুমাত্র মুকুল নয়, সেই তালিকায় আরও অনেক বিধায়ক রয়েছেন বলে জানা যায়। কিন্তু তখনই কিছু সিদ্ধান্ত না নিয়ে মেঘালয় ফিরে যান তিনি৷ কংগ্রেসের প্রদেশ কংগ্রেসের সভাপতির সঙ্গে বৈঠক সারেন তিনি।

এরপরেই রাহুল গান্ধীর সঙ্গে মুকুলের বৈঠক তাঁর তৃণমূল যোগের জল্পনার গতিবেগ মন্দীভূত করেছে। ২১ এর নির্বাচনের পর পশ্চিমবঙ্গের বাইরে প্রভাব বিস্তারে উদ্যোগ নিয়েছে তৃণমূল৷

ত্রিপুরা, গোয়া, অসমের পর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিশেষ নজর মেঘালয়ের দিকে। সেখানেই কাজ শুরু করেছে আইপ্যাক টিম৷ সর্বভারতীয় স্তরে বিজেপিকে পরাস্ত করতে পারে একমাত্র তৃণমূল৷

এমনটাই প্রচার শুরু করেছেন তৃণমূলের শীর্ষ নেতৃত্ব৷ তাই রাহুল গান্ধীর সঙ্গে সাক্ষাত করলেও মুকুল সাংমার তৃণমূল যোগের জল্পনা এড়িয়ে দেওয়া যাচ্ছে না।

সম্পর্কিত পোস্ট