পিএসি চেয়ারম্যান পদ নিয়ে মুকুল – শুভেন্দু দ্বৈরথ অব্যাহত

দ্য কোয়ারি ডেস্ক:  বুধবার পিএসি সদস্যপদের জন্য মনোনয়ন জমা দেন সদ্য বিজেপি থেকে তৃণমূলে ঘরওয়াপসি নেতা মুকুল রায়। এদিন চিঠি পাঠিয়ে মনোনয়ন জমা দেন মুকুল। পাল্টা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মন্তব্য, বিধায়ক পদে থাকলে তবেই তো পিএসসি সদস্য হবেন।

বিজেপি থেকে তৃণমূলে যাওয়ার পরেই মুকুল রায়ের বিধায়ক পদ খারিজের দাবীতে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়কে চিঠি দেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, আমি ৬৪ পাতার অভিযোগ স্পিকারের কাছে জমা দিয়েছি। তৃণমূলে যোগ দেওয়ার পরেই তৃণমূল জোর করে পিএসি কমিটিতে থাকার কথা জানিয়েছে। মুকুল রায় বিধায়ক থাকবেন না। তাই তাঁর পিএসি চেয়ারম্যান পদে থাকার কোনও প্রশ্ন থাকে না।

তিনি আরও বলেন, মুকুল রায়ের বিধায়ক পদে শুনানির জন্য ১৬ জুলাই তলব করেছেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। সেখানে সমস্ত তথ্য তুলে ধরবেন তিনি। স্পিকারের কাছে বিষয়টি চুড়ান্ত ফয়সালা না হলে আদালতে যাবেন বলে জানিয়েছেন তিনি।

উল্লেখ্য, ২ রা মে কৃষ্ণনগর উত্তর বিধানসভা কেন্দ্রে বিজেপির টিকিটে জয়লাভ করেন মুকুল রায়। ১১ জুন ছেলে শুভ্রাংশু রায়কে নিয়ে তৃণমূল ভবনে যোগদান করেন তিনি। মুকুল রায়কে এত সহজে জায়গা ছাড়তে নারাজ গেরুয়া শিবির। মুকুল রায়ের বিধায়ক পদ খারিজের দাবীতে স্পিকারকে চিঠি দেন শুভেন্দু।

অন্যদিকে, বুধবার পিএসি সদস্যপদ নিয়ে ৬ জন বিধায়কের নাম জমা দিয়েছে বিজেপি। অশোক লাহিড়ীকে পিএসি চেয়ারম্যান করার দাবীতে আলাদা করে চিঠিও দিয়েছে গেরুয়া শিবির। ছয় জন বিধায়কের মধ্যে রয়েছে নিখিল দে, বঙ্কিম ঘোষ, বিবেকানন্দ বাউড়ি এবং অম্বিকা রায়।

সম্পর্কিত পোস্ট