কোভিড গাইডলাইনে একাধিক বদল, নয়া নির্দেশ জারি রাজ্য স্বাস্থ্য দফতরের নয়া নির্দেশিকা
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ রাজ্য সরকার শরীরে উপসর্গ রয়েছে এমন রোগীদেরই কোভিড পরীক্ষা করানোর নির্দেশ দিয়েছে। স্বাস্থ্য দপ্তর থেকে জারি করা এক সংশোধিত নির্দেশিকায় এছাড়াও ৬০ বছরের বেশি বয়সী ও ঝুকিপূর্ন রোগে আক্রান্ত কোন ব্যাক্তি কোভিড রোগীর সংস্পর্শে এলে তাদের পরীক্ষা করানো প্রয়োজন। এইক্ষেত্রে ফুসফুস, লিভার, কিডনি, ডায়াবেটিস, ক্যানসার রোগকে ঝুকিপূর্ন বলে চিহ্নিত করা হয়েছে।
পাশাপাশি উপসর্গহীন ও শুকনো কাশি, নাক বন্ধ, গলা ব্যাথা, জ্বর, ডায়রিয়া, স্বাদ-গন্ধ চলে যাওয়ার মত মৃদু উপসর্গ রয়েছে এমন ব্যক্তিদের বাড়িতে নিভৃতবাসে থাকার কথা বলা হয়েছে। অন্যদিকে টাকা সাত দিনের বেশি জ্বর, প্রচন্ড কাশি, শ্বাসকষ্ট, বুক ধড়ফড় করার মত উপসর্গগুলিকে করনা আক্রান্তদের বিপদের লক্ষন বলে নির্দেশিকায় বলা হয়েছে। শ্বাস প্রশ্বাসের হার মিনিটে ২৪ এর বেশির মত সমস্যা থাকলে রোগীকে আবশ্যিক ভাবে হাসপাতালে ভর্তি করার কথা বলা হয়েছে।
ছোট ছেলের রাজ সম্মান কেড়ে নিলেন রানি দ্বিতীয় এলিজাবেথ!
শুক্রবার স্বাস্থ্য দফতর প্রকাশিত বুলেটিনে গত ২৪ ঘণ্টায় ২৮ জনের মৃত্যু হয়েছে করোনায়। দৈনিক সংক্রমণ ২২ হাজার ৬৪৫। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন ৮ হাজার ৬৮৭ জন। শতাংশর নিরিখে ৯১.১২। পজিটিভিটি রেট ৩১.১৪ শতাংশ। গত একদিনে নমুনা পরীক্ষা হয়েছে ৭২ হাজার ৭২৫।
গত একদিনে কলকাতায় সংক্রমিত হয়েছেন ৬ হাজার ৮৬৭ জন। মৃত্যু হয়েছে ৭ জনের। উত্তর ২৪ পরগনায় দৈনিক সংক্রমণ ৪ হাজার ১৮। মৃত্যু হয়েছে ৮ জনের।