মুম্বই মাদক কাণ্ডঃ এনসিপি মন্ত্রীর প্রকাশিত ভিডিও ঘিরে চাঞ্চল্য

দ্য কোয়ারি ওয়েবডেস্ক: প্রায় এক সপ্তাহ হতে চলল মুম্বই মাদক কাণ্ডে এনসিবির হেফাজতে রয়েছেন শাহরুখ খান পুত্র আরিয়ান খান। শনিবার এক ভিডিও প্রকাশ করে এনসিপি মন্ত্রী নবাব মালিক জানিয়েছেন প্রথমে ১১ জনকে গ্রেফতার করা হলেও বিজেপি নেতাদের সঙ্গে বৈঠকের পর তিন জনকে ছেড়ে দেওয়া হয়।

প্রমোদতরীতে অভিযান চালিয়ে ৮ থেকে ১০ জনকে গ্রেফতার করা হয়েছে বলে দাবী করেছিল এনসিবি। কিন্তু একটি ভিডিও প্রকাশ করে নবাব মালিক জানিয়েছেন, ঋষভ সাচদেবা, প্রতীক গাবা এবং আমীর ফার্নিচারওয়ালাকে ছেড়ে দেওয়া হয়।

তিনি আরও বলেন, আমরা জানতে চাই কখন এনসিবির তরফে অভিযান চালানো হয়? আবার কার নির্দেশে তিন জনকে ছেড়ে দেওয়া হয়েছিল? আমার মনে হয় সমীর ওয়াখান্ডের সঙ্গে বিজেপি নেতাদের কথা হয়েছে। বিজেপি নেতা মোহিত কম্বোজের আত্মীয় ঋষভ সচদেবা বলে জানিয়েছে৷ তিনি। আসল সত্যিটা সামনে আসা দরকার বলে জানিয়েছেন তিনি।

মুম্বই পুলিশের অ্যান্টি নার্কোটিক্স বিভাগের দ্বারা যাতে গোটা ঘটনার নিরপেক্ষ তদন্ত করা হয় তার দাবী জানিয়েছেন তিনি।

এনসিবির ডিডিজি জ্ঞানেশ্বর সিং জানিয়েছেন, ১৪ জনকে আটক করা হয়েছিল। এর পর অভিযুক্তদের বয়ানের ভিত্তিতে আট জনকে গ্রেফতার করা হয়। বাকি ছয় জনকে ছেড়ে দেওয়া হয়।

অন্যদিক, শাহরুখ পুত্র আরিয়ানের জামিনের আবেদন খারিজ করেছে আদালত। তার ওপর শনি এবং রবিবার আদালত বন্ধ থাকায় জেলেই কাটাতে হচ্ছে তাঁকে।

সম্পর্কিত পোস্ট