লাগাতার বৃষ্টিতে বানভাসী মুম্বাইতে লাল সতর্কতা, একাধিক ট্রেন আটকে

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ একটানা বৃষ্টিতে বানভাসি বাণিজ্য নগরী মুম্বাইয়। ইতিমধ্যে মুম্বই জুড়ে লাল সতর্কতা জারি করা হয়েছে। বিভিন্ন রেল লাইন ও সড়কপথ জলমগ্ন। ফলে রেল পরিষেবার পাশাপাশি যানবাহন চলাচলেও বিঘ্ন ঘটছে। ভারী বৃষ্টিপাতের জেরে বুধবার রাত থেকেই কোঙ্কন অঞ্চলে রেল চলাচল সম্পূর্ণ রূপে স্তব্ধ হয়ে গিয়েছে। কাসারা ও কারজট অঞ্চলে একাধিক ট্রেন আটকে রয়েছে।

মুম্বাইয়ের পাশাপাশি মহারাষ্ট্রের থানে, পালঘর এবং রায়গড়েও চলছে ভারী বৃষ্টি। কোথায় হাঁটু সমান জল। প্রায় এক সপ্তাহ ধরে চলছে ভারী বৃষ্টিপাত।  আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে, আজও রাজ্য জুড়ে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত জারি থাকবে। মুম্বই ও সংলগ্ন এলাকাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে।

অলিম্পিকের প্রাক মুহূর্তে মারাত্মক করোনা সংক্রমণ টোকিও শহরে

শুক্রবার সকালে মুম্বইয়ের গোভান্দি এলাকার শিবাজি নগরে একটি দোতলা বাড়ি ভেঙে পড়ে। সেসময় বাড়িতে থাকা ১৩ জনের মধ্যে তিনজনের ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে। আটকে পড়েছেন বাকিরা। বিএমসি কর্তৃপক্ষ ও দমকলে খবর দেওয়া হলে তারা আহতদের উদ্ধার করে একটি স্থানীয় হাসপাতালে ভর্তি করেন। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

রায়গঢ় জেলার তালাই গ্রামে জলের জেরে ভূমি ধস। স্থানীয় পুলিশ এখনও অবধি ১৫ জনকে উদ্ধার করতে পেরেছেন। অনুমান ৩০ জন আটকে রয়েছেন। ইতিমধ্যেই এনডিআরএফ ও সেনাবাহিনীর সাহায্য চেয়েছে মহারাষ্ট্র প্রশাসন।

সম্পর্কিত পোস্ট