করোনা ভাইরাস, স্তব্ধ করা হল বাণিজ্য নগরী মুম্বাই
দ্য কোয়ারি ডেস্ক : করোনা ভাইরাস প্রতিরোধের লক্ষ্যে স্তব্ধ করা হল বাণিজ্য নগরী মুম্বাই মেট্রোপলিটন এলাকা সহ পুনে, পিম্প্রি এবং নাগপুর। শুক্রবার মধ্যরাত থেকে আগামী ৩১ মার্চ পর্যন্ত মুম্বাইয়ের সমস্ত অফিস ও দোকান বন্ধ রাখার নির্দেশ দিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। যদিও অত্যাবশকীয় পরিষেবা চালু থাকবে বলে তিনি জানিয়েছেন।
যদিও ট্রেন ও বাস চলাচল বাতিলের ঘোষণা তিনি করেননি। এদিন ফেসবুক লাইভে তিনি জানান, সরকারি কাজে কর্মীদের সংখ্যা কমিয়ে ২৫ শতাংশ করা হবে। উল্লেখ্য, করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে গত সপ্তাহে কর্মীদের সংখ্যা কমিয়ে ৫০ শতাংশ করেছিল মহারাষ্ট্র সরকার। এখন তা আরও কমিয়ে দিলেন মুখ্যমন্ত্রী।
আরও পড়ুনঃ করোনা ভাইরাস : গুজব ও বিভ্রান্তিতে ধ্বংসের মুখে দেশের পোল্ট্রি
মুখ্যমন্ত্রী জানান, বর্তমান পরিস্থিতি ট্রেন ও বাস বন্ধ রাখার দাবিও করছে। কিন্তু জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত চিকিৎসক, নার্স ও পুরসভা কর্মীদের যাতায়াতের কথা ভেবে সেটা সম্ভব হচ্ছে না। বাস ও ট্রেন বন্ধ হলে তারা যাতায়াত কি করে করবেন, সে প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী।
CM Uddhav Thackeray announces that from this Midnight, all workplaces will remain closed till 31st March.
This is applicable in Mumbai, MMR Region, Pune, Pimpri Chinchwad and Nagpur.
Govt offices to operate at 25% attendance.
(1/2)— Aaditya Thackeray (@AUThackeray) March 20, 2020
এর ফলে ট্রেন-বাস বাতিলের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে না বলে জানান উদ্ধব ঠাকরে। তিনি জানান, এদিন মধ্যরাত থেকে এই শাটডাউন শুরু হবে, ৩১ মার্চ পর্যন্ত চলবে।
কেবলমাত্র দুধ, নিত্যপ্রয়োজনীয় দ্রব্য, ওষুধের মতো অত্যাবশকীয় পরিষেবা চালু থাকবে। রাজ্যের মুখ্যসচিব এবং স্বাস্থ্যমন্ত্রী রাজেশ টোপেকে দু’পাশে রেখে মুখ্যমন্ত্রী বলেন, লোকাল ট্রেন ও বাসে ভিড় কমানো হয়েছে। এই ভিড় আরও কমানো হবে।
আরও পড়ুনঃ করোনায় চতুর্থ মৃত্যু
তাঁর কথায়, কোভিড ১৯-এর বিরুদ্ধে লড়াইয়ে একমাত্র অস্ত্র হল ঘরে থাকা। এটা ছুটি নয় উল্লেখ করে তিনি বলেন, এটা শাটডাউন এবং এই শাটডাউন আপনাদের স্বার্থে। ফলে অযথা সাহস দেখাবেন না। তিনি আরও জানান, ভিড় না কমলে ট্রেন ও বাসও বন্ধ করে দেওয়া হবে।
বেসরকারি সংস্থার কতৃপক্ষের প্রতি তাঁর নির্দেশ, এই শাটডাউনের দিনগুলির মজুরি কর্মীদের দিয়ে দিন। তিনি বলেন, এটা মানবিকতার একটা অংশ। আমার আশা, প্রত্যেকেই মানবিক হবেন এবং কর্মীদের বেতন বা মজুরি কাটবেন না।