উপনির্বাচনের পরই পুরসভা নির্বাচনের ভাবনা রাজ্যের

দ্য কোয়ারি ওয়েবডেস্ক: বিধানসভা উপনির্বাচনের পরেই হবে পুরসভা নির্বাচন। শনিবার সাংবাদিক সম্মেলনে এমনটাই ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, উপনির্বাচন হয়ে গেলে আমাদের কিছু নির্বাচন রয়েছে সেগুলো করে নিতে হবে।

২০২০ সালে পুরসভা নির্বাচনের কথা ছিল। কিন্তু করোনার কারণে তা পিছিয়ে যায়। রাজ্যের প্রায় ১১৭ টি কেন্দ্রে বাকি রয়েছে পুরসভা নির্বাচন। তাই বাকি পুরসভা কেন্দ্রে নির্বাচন করাতে চাইছে রাজ্য।

৩০ সেপ্টেম্বর রাজ্যের তিনটি কেন্দ্রে হয়েছে নির্বাচন। এরপর ৩০ অক্টোবর রয়েছে আরও চারটি কেন্দ্রের উপনির্বাচন৷ কিন্তু এরই মাঝে দিপাবলী, ছোট পুজো সহ একাধিক হলি ডে রয়েছে। তাই উপনির্বাচনের পরেই পুর নির্বাচন সেরে ফেলতে চাইছেন মুখ্যমন্ত্রী। এর মধ্যে অবশ্যই কলকাতা, বিধাননগর এবং হাওড়া অবশ্যই প্রাধান্য পাবে।

এর আগে বিরোধিরা একাধিকবার পুরসভা নির্বাচনের দাবীতে শাসক দলের সমালোচনা করছেন। এবার তারই জবাব দিতে শীঘ্র নির্বাচন করাতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

সম্পর্কিত পোস্ট