Municipal Election Result 2022: ১০৮ না হলেই অবাক হতে হবে!

দ্য কোয়ারি ডেস্ক: ভোট গণনা শুরু হয়ে গিয়েছে। আগামী পাঁচ বছরের জন্য কে কোন পুরসভার দখল নেবে তা আর ঘণ্টাখানেকের মধ্যে পরিষ্কার হয়ে যাবে। তবে বিরোধী শিবিরের দাবি ভোঠ গণনার কোন‌ও প্রয়োজন ছিল না, তৃণমূলকে আগেভাগেই জয়ী ঘোষণা করে দিলেই হতো! ভোটের ফল আগে থেকেই জানা বলে তাদের দাবি। বরং কেউ কেউ কটাক্ষ করে বলছেন, ১০৮ না হলে তৃণমূলের লজ্জা পাওয়া উচিৎ!

ভোটের আগেই কোচবিহারের দিনহাটা, বীরভূমের সাঁইথিয়া, সিউড়ি ও দক্ষিণ ২৪ পরগনার বজবজ পুরসভার দখল করে নিয়েছে শাসক তৃণমূল। এর মধ্যে সাঁইথিয়ার সবকটি ওয়ার্ডে বিনা প্রতিদ্বন্ধীতায় শাসক দলের প্রার্থীরা জিতে যাওয়ায় সেখানে গত রবিবার ভোট হয়নি। বাকি ১০৭ টি পুরসভায় নির্বাচন হয়েছে।

তবে ভোটের দিন রাজ্যের সর্বত্র যে ছবি উঠে এসেছে তাতে বিরোধীরা পুরভোটের ফল নিয়ে মোটেও আশাবাদী নয়। তারা কার্যত আগেভাগেই হার স্বীকার করে নিয়েছে।

পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে রাজ্যের ১০৮ টি পুরসভার সবকটিতেই তৃণমূল জিতবে বলে মনে করছে বিরোধী শিবির। বরং কোন‌ও পুরসভা শাসকদলের হাতছাড়া হলে সেটাই সবচেয়ে আশ্চর্যের ঘটনার হবে বলে বিরোধীদের দাবি।

তবে কি শাসক দলের অন্দরে আতঙ্কের চোরাস্রোত নেই? আলবাত আছে। প্রায় খান দশেক পুরসভার ফল নিয়ে যথেষ্ট দুশ্চিন্তায় শাসক শিবির। পাশাপাশি যে পুরসভাগুলি তারা ক্ষমতা দখলের বিষয়ে নিশ্চিত সেখানেও তৃণমূলের একাধিক হেভিওয়েট প্রার্থী হেরে যেতে পারে বলে আশঙ্কা করছেন দলের নেতারাই!

সম্পর্কিত পোস্ট