Municipal Elections 2022 : বিজেপির ডাকা বনধ রুখতে যথাযথ ব্যবস্থা নেবে রাজ্য পুলিশ

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ পুরভোটে দেদার ছাপ্পা, সন্ত্রাসের অভিযোগ তুলে ১২ ঘণ্টার বাংলা বনধ ডাকল বিজেপি। সোমবার ১২ ঘণ্টার বনধ ডাকা হয়েছে। দলের তরফে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এই বনধের ঘোষণা করে বলেন, শুধু রাজনৈতিক দল নয়।

সমাজের সর্বস্তরের মানুষ এই বনধের সমর্থনে এগিয়ে আসুক। তাঁর কথায়, পশ্চিমবঙ্গের গণতন্ত্রকে রক্ষা করতে গেলে এইভাবে চলতে পারে না। বাংলাকে রক্ষার তাগিদেই সকলকে বনধে শামিল হতে হবে।

আগামীকাল বিজেপির ডাকা বন্‌ধ জোর করে সফল করার চেষ্টা করা হলে পুলিশ যথাযথ ব্যবস্থা নেবে বলে রাজ্য পুলিশের মহানির্দেশক মনোজ মালব্য জানিয়েছেন। ভবানী ভবনে আজ এক সাংবাদিক বৈঠকে তিনি বলেন,আগামিকাল রাজ্যের সমস্ত সরকারি-বেসরকারি অফিস খোলা থাকবে। জোর করে জনজীবনে বাধার সৃষ্টি করা হলে কাউকে রেয়াত করা হবে না।

গয়না পরে ইসিজি! সিবিআইকে ভয় পাচ্ছেন অনুব্রত?

পাশাপাশি আজকেই পুরভোট সুষ্ঠভাবেই সম্পন্ন হয়েছে বলে তিনি দাবি করেছেন।মনোজ মালব্য বলেন, নির্বাচনে ছোটখাটো ঘটনা ছাড়া হিংসার ঘটনা ঘটেনি। ওই ঘটনাগুলির জন্য ৫১ জনকে আটক করা হয়েছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে ৭৯৭ জনকে গ্রেফতার করা হয়েছে। এদিকে বিজেপির ডাকা বনধের মোকাবিলায় প্রয়োজনীয় প্রশাসনিক পদক্ষেপ স্থির করতে রাজ্যের মুখ্যসচিব হরি কৃষ্ণ দ্বিবেদী প্রশাসনে কর্তাদের সঙ্গে রাত ৯ টায় একটি জরুরী বৈঠক ডেকেছেন নবান্ন সূত্রে জানা গিয়েছে।

সম্পর্কিত পোস্ট