লোকসভা নির্বাচনের তালিকা নয়, নতুন ভোটার তালিকায় হবে পুরসভা নির্বাচন

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ পুরসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করেছে রাজ্য নির্বাচন কমিশন। সেইমতো নির্বাচনে প্রস্তুতি শুরু করেছে রাজনৈতিক দলগুলি। এরই মধ্যে নয়া নির্দেশিকা জারি নির্বাচন কমিশনের। পুরাতন ভোটার তালিকা নয়, নতুন ভোটার তালিকায় হবে পৌরসভা নির্বাচন।

এই মুহূর্তে পুরসভা এলাকাগুলিতে চলছে ভোটার তালিকা সংশোধনের কাজ। সুত্রের খবর, আগামী ২৭ ফেব্রুয়ারি নতুন তালিকা প্রকাশ করতে চলেছে নির্বাচন কমিশন। সেই অনুযায়ী এবারের ভোট হবে বলে কমিশনের তরফে জানানো হয়েছে। পাশপাশি পুরসভা নির্বাচনে কোনও অভিযোগ জানানোর জন্য অনলাইনে ব্যবস্থা করা হয়েছে। এমনটাই কমিশনের তরফে জানানো হয়েছে।

আরও পড়ুনঃ ফের ধর্ষণের মামলায় অভিযুক্ত আরও এক বিজেপি বিধায়ক

নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর বুধবার রাজ্য নির্বাচন কমিশনের সদর দফতরে বসে প্রথম বৈঠক। এদিন নির্বাচন কমিশনের সদর দফতরের বৈঠকে উপস্থিত ছিলেন হাওড়া, উত্তর ২৪ পরগণা এবং দক্ষিণ ২৪ পরগণার জেলাশাসক। তিন জেলায় পুরসভার সংখ্যা অন্যান্য জেলার থেকে বেশী। তিন জেলা থেকেই সবথেকে বেশী কর্মী নিয়োগ করা হয়। তাই পরিকল্পনা সুনিশ্চিত করতে জেলা শাসকদের সঙ্গে বৈঠক করেন নির্বাচন কমিশনের আধিকারিকরা।

ডিসেম্বর থেকে শুরু হয় ভোটার তালিকা সংশোধনের কাজ। ৭ ফেব্রুয়ারি চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশের কথা জানিয়েছিল নির্বাচন কমিশন। কিন্তু পরবর্তীকালে ২৭ ফেব্রুয়ারি তালিকা প্রকাশের সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন।
কমিশন সূত্রের খবর, নতুন ভোটারের জন্য আবেদন পড়েছে ২৭ লক্ষ। নতুন তালিকাতেই হবে পুরসভা নির্বাচন।

আরও পড়ুনঃ আলোচনার মাধ্যমে সমাধান সুত্র বের হোক, শাহিনবাগে মঞ্চ থেকে জানালেন মধ্যস্থতাকারীরা

গত লোকসভা নির্বাচনে ভোটারদের অভিযোগ জানানোর জন্য “সুবিধা অ্যাপ” এবং দুটি পোর্টালের ব্যবস্থা করেছিল কমিশন। যার মাধ্যমে অনেকটাই সুবিধা পায় জাতীয় নির্বাচন কমিশন। এবার জাতীয় নির্বাচনের পথে হেঁটে ভোটারদের জন্য নতুন সুবিধা আনতে চলেছে কমিশন। তবে এর জন্য রাজ্য নির্বাচন কমিশনের তরফে নতুন ওয়েবসাইট তৈরি হবে কিনা তা এখনও জানা যায়নি।

সম্পর্কিত পোস্ট