বহিষ্কারের পর কংগ্রেসে মোশারফ
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ ‘মুক্তি’ পেয়েই কংগ্রেসে ঝুঁকলেন মোশারফ। বুধবার দুপুরে মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতি মোশারফ হোসেন মধুকে দল থেকে বহিষ্কার করে তৃণমূল কংগ্রেস।
এরপরেই মোশারফ হোসেন মধু’র সাফ কথা, বাম কংগ্রেস জোটে যাচ্ছেন তিনি । তৃণমূল কংগ্রেস থেকে বহিষ্কারের কয়েক ঘন্টার মধ্যেই মুখ খুললেন মোশারফ। জেলা পরিষদ সভাধিপত জানান , “ মুর্শিদাবাদ জেলায় মানুষের সবার্থে ধর্মনিরপেক্ষতা যেখানে থাকবেনেই যাবো। বিজেপি কখনো জয়েন করবো না”। সাফ স্বীকারোক্তি, “ বাম কংগ্রেস জোটেই যাবো”।
বহিষ্কার প্রসঙ্গে মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতি মোশারফ হোসেন মধু বলেন, “ দমবন্ধ পরিবেশ থেকে অব্যাহতি পেলাম, মুক্তি পেলাম”।
বাজেটের ঘোষণা মত প্রাথমিকে সাড়ে ১৬ হাজার শূন্যপদের মেধা তালিকা
১৯ তারিখ বহরমপুর টেক্সটাইল মোড়ে সভা করবে কংগ্রেস। উপস্থিত থাকার কথা সাংসদ অধীর চৌধুরীর। অনুমান, সেই সভা থেকেই মধু যগ দেবেন কংগ্রেসে। নিজেকেই মুর্শিদাবাদে তৃণমূল কংগ্রেসের শক্তিবৃদ্ধির নায়ক বলে দাবি করে মোশারফের চ্যালেঞ্জ, “তৃণমূল দল যে কাজ করল তাতে আমার শাপে বড় হয়েছে। দুই মাসের মধ্যেই তৃণমূল একের জায়গায় ফিরে যাবে, কংগ্রেস শক্তিশালী হবে”।