করোনা আতঙ্কের জেরে বাতিল হতে পারে মুজিব শতবর্ষের টি-টোয়েন্টি ম্যাচ
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ সারা বিশ্বে থাবা বসিয়েছে মারণ করোনা ভাইরাস। যার প্রভাব পড়েছে ক্রীড়া জগতেও। ইতিমধ্যেই ইতালিতে বাতিল করা হয়েছে রোনল্ডোদের একাধিক ম্যাচ। আবার কখনও ফাঁকা স্টেডিয়ামে ম্যাচ খেলতে হচ্ছে ইতালির বড় বড় ক্লাবগুলিকে। করোনার জেরে পিছিয়ে যেতে পারে অলিম্পিকও। করোনার জেরে বাতিল হতে পারে বাংলাদেশের মুজিব শতবর্ষের এশিয়া একাদশ বনাম বিশ্ব একাদশের টি-টোয়েন্টি সিরিজ।
বাংলাদেশে আক্রান্তের সংখ্যা ৩। করোনা আতঙ্কের কারণে আপাতত স্থগিত করা হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের টিকিট বিক্রি। তাই মুজিব শতবর্ষে এশিয়া একাদশ বনাম বিশ্ব একাদশের ম্যাচ বাতিল হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুনঃ ইরান থেকে ৫৮ জন ভারতীয় নাগরিককে দেশে ফেরাল বায়ুসেনার গ্লোবমাস্টার
আগামী ১৮ এবং ২১ মার্চ হওয়ার কথা ছিল ম্যাচ দুটি। কিন্তু চিনের উহান থেকে ছড়িয়ে পড়া কোভিড-১৯ জেরে ম্যাচগুলি বাতিল করা হয়েছে।
ইতিমধ্যেই করোনার জেরে স্থগিত রাখা হয়েছে এশিয়ায় বিশ্বকাপের যোগ্যতাপর্বের ম্যাচ। ভারতে সংক্রমণের সংখ্যা ৪৪ জন। আক্রান্তদের বেশিরভাগই ইতালির পর্যটক বলে জানা গিয়েছে। ইউরোপের মধ্যে ইতালিতে এই মারণ রোগের সংখ্যা ক্রমশ বেড়ে চলেছে।
আরও পড়ুনঃচিনের পর করোনার কবলে বিশ্ববাসী,ভারতে আক্রান্ত ৬
এখনও অবধি চিনে মৃতের সংখ্যা ৩ হাজার ছাড়িয়েছে। এরই মধ্যে মুজিব শতবর্ষ উপলক্ষে বাংলাদেশ সফর বাতিল করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। উপস্থিত থাকছেন না বিদেশী অতিথিরাও। যার কারণেই বাতিল করা হয়েছে একাধিক অনুষ্ঠানও।