অভিষেক চড় কান্ডের পান্ডা দেবাশীষ আচার্য খুন ! চাঞ্চল্য মেদিনীপুরে
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ কয়েক বছর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় চন্ডিপুরে সভা করতে এসেছিলেন। আর স্টেজে উঠে সটান চড় কষিয়ে ছিলেন দেবাশীষ আচার্য। শুধু তাই নয় গত বিধানসভা ভোটে শুভেন্দু ঘনিষ্ঠ কনিষ্ক পন্ডাকে পাশে নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় কাঁথির মারিশদাতে যখন সভা করতে এসেছিলেন তার ঠিক আগে বিজেপি নেতা কনিষ্ক পন্ডার পাশে বসে হুঁশিয়ারি মূলক বেশকিছু কথা বলেছিলেন তিনি।
সেখানে দেবাশীষকে সঙ্গে বসিয়ে কনিষ্ক পাণ্ডা অভিষেকের উদ্দেশ্য নাম না করে বলেন, “ভাইপো চিনতে পারছো? ৪ বছর পরে তুমি আসছ। একে দেখো, এই সেই আমার ভাই। সেদিন তোমার গালে চড় মেরেছিল। তবে এবার কিন্তু ও আর মারবে না। তবে একটা কথা বলে রাখি মদন মিত্র ও কল্যাণ বন্দ্যোপাধ্যায় যে কথা বলেছে, ওই কথা আবার বললে এই ভাই যেমন আছে মেদিনীপুরের, এমন কয়েকশো ভাইও তৈরি আছে। সাবধান ভাইপো।”
বুধবার রাতে সেই দেবাশীষ আচার্যকে অপহরণ করে খুনের অভিযোগ তুলল তার পরিবারের লোকজন। বিজেপির সক্রিয় কর্মী হিসাবে এলাকায় পরিচিত ছিলেন দেবাশীষ। এই ঘটনায় বিজেপির তরফে নিশানা করা হয়েছে শাসকদলকে।
তিহার জেল থেকে মুক্তি পেলেন দিল্লি দাঙ্গায় অভিযুক্ত তিন ছাত্র-সমাজকর্মী
তমলুক থানা এলাকার ৪১ নম্বর জাতীয় সড়কের সোনাপাটিয়া টোল প্লাজার কিছু দূরে সংজ্ঞাহীন অবস্থায় দেবাশীষ আচার্যকে পড়ে থাকতে দেখে বেশ কিছু লোকজন। পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে তমলুক হাসপাতালে নিয়ে আসে। সেখানেই চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে।
জানা গিয়েছে, বুধবার রাতে তিন বন্ধু মিলে ঘুরতে গিয়েছিলেন দেবাশিস আচার্য। সোনাপেতা টোল প্লাজার কাছে একটি চা দোকানে তিন বন্ধু চা খান। বন্ধুদের দাবি, তারপরেই দেবাশিস আচার্য কারোর ফোন পেয়ে বেরিয়ে যায়। আর ফেরেনি।
যদিও পুলিশের প্রাথমিক তদন্তে অনুমান দুর্ঘটনাজনিত কারণে মৃত্যু হয়েছে দেবাশীষ আচার্যের।যদিও একথা মানতে নারাজ বিজেপি। এই ঘটনার জেরে যথেষ্ট রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে পূর্বমেদিনীপুরে।