শান্ত এবং সংযতভাবে বর্ষবরণের আবেদন নবান্নের
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ করোনা আবহে বর্ষবরণ উৎসবেও সংযত থাকার আবেদন জানালেন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, করোনা আবহের যথাসম্ভব সংযত এবং শান্তভাবে যাতে বর্ষবরণের উৎসব পালন করা যায় সেদিকে নজর দিতে বলেছেন তিনি। এবিষয়ে পুলিশকে বিশেষ নজর দেওয়ার আর্জি জানিয়েছেন তিনি। এছাড়াও মাস্ক পড়া বাধ্যতামূলক বলে জানিয়েছেন তিনি।
তিনি আরও বলেন, ইতিমধ্যেই করোনার নতুন স্ট্রেন ধরা পড়েছে। যা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। কলকাতার পার্কস্ট্রিট, ইকোপার্ক সহ যেসমস্ত জায়গাগুলিতে খুব বেশী ভিড় হয় সেই সমস্ত জায়গায় পুলিশ সহায়তা কেন্দ্র থাকবে। সেখানে মাস্ক এবং স্যানিটাইজারের ব্যবস্থাও থাকবে বলে জানিয়েছেন তিনি। তবে মাস্ক পড়া বাধ্যতামূলক বলে জানিয়েছেন মুখ্যসচিব। তিনি বলেন, মুখ্যমন্ত্রীর নির্দেশেই প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠক করে এই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।
আরও পড়ুনঃ বিজেপিতেই রয়েছেন তিনি, স্পষ্ট করলেন শান্তনু ঠাকুর
পাশাপাশি করোনা আবহে সতর্ক থাকার বার্তা দিয়ে রাজ্যকে চিঠি পাঠিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। তৈরি করা হয়েছে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর।গত একমাসে যারা ইংল্যান্ড থেকে ভারতে ফিরেছেন তাঁদের ওপর বিশেষ নজর রাখার কথা বলে হয়েছে। এমনকি রিপোর্ট নেগেটিভ এলেও তাঁদেরকে আইসোলেশন সেন্টারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, ব্রিটেনে নতুন করোনা স্ট্রেনে আক্রান্ত হয়েছেন ২০ জন ভারতীয়। যার মধ্যে পশ্চিমবঙ্গে আক্রান্তের সংখ্যা একজন। তার ফলেই আতঙ্ক বেড়েছে। ৩১ জানুয়ারি অবধি ব্রিটেনের সমস্ত বিমান বাতিল করেছে কেন্দ্র।
একইসঙ্গে বর্ষবরণের রাতে কলকাতার কোথাও যাতে না মাত্রাতিরিক্ত ভিড় হয় তা সুনিশ্চিত করতে মুখ্যসচিব এবং স্বরাষ্ট্রসচিবকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। চেকপোস্ট বসিয়ে বিশেষ নজরদারি চালাতে রাজ্যকে নির্দেশ দিয়েছে আদালত। মাস্ক এবং স্যানিটাইজার ব্যবহার বাধ্যতামূলক বলে জানানো হয়েছে আদালতের তরফে।