অতিমারির আবহে বিধি মেনে বইমেলা আয়োজনের নির্দেশ নবান্নের
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ অতিমারির আবহে কঠোর ভাবে সবরকম সুরক্ষা বিধি মেনে আসন্ন কলকাতা বইমেলার আয়োজন করতে রাজ্য সরকার নির্দেশ দিয়েছে। আগামী ৩১ জানুয়ারি থেকে কলকাতা বইমেলা শুরু হচ্ছে। তার আগে আজ বইমেলার প্রস্তুতি নিয়ে মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বীবেদি বইমেলার আয়োজন পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ড কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেন।
সেখানে করোনা বিধি মেনে আয়োজনের জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণের বিষয়ে আলোচনা হয়েছে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। বইমেলার স্টলের সংখ্যা না কমলেও এবার স্টলের আকার কমানোর কথা বলা হয়েছে। স্টলের বাইরে দাঁড়িয়েই বই দেখা ও কেনার সুযোগ রাখতে হবে।
কলকাতা পুরভোটের কাউন্টডাউন শুরু, তৎপর নির্বাচন কমিশন
বইমেলায় বিক্রেতাদের ক্ষেত্রে দুটি ডোজ টিকা বাধ্যতামূলক করা হয়েছে।বিধাননগর সেন্ট্রাল পার্ক চত্বরের আয়তনের সঙ্গে সামঞ্জস্য রেখে মেলার আয়োজন করতে বলা হয়েছে। যাতে দূরত্ব বিধি মেনে সকলে মেলায় ঘুরতে পারেন।বইমেলার সমস্ত প্রবেশ পথে মাস্ক-স্যানিটাইজার বিলি করার নির্দেশ দেওয়া হয়েছে। সমস্ত মেলা চত্বরে কোভিড সচেতনার ওপর জোর দেওয়া হয়েছে।
গিল্ডের তরফে ইতিমধ্যেই জানানো হয়েছে, করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে বেশ কিছু বিধিনিষেধ জারি থাকছে। যাঁরা মেলায় আসবেন, তাঁরা মাস্ক ছাড়া মেলা প্রাঙ্গণে প্রবেশ করতে পারবেন না। স্যানিটাইজেশনের ওপর জোর দেওয়া হচ্ছে।খোলামেলা বইমেলা করার পরিকল্পনা করা হচ্ছে।