মহিলা স্বনির্ভর গোষ্ঠীগুলিকে সহজ শর্তে ঋণ দেবে নবান্ন

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ  করোনা সংক্রমণ ও লকডাউনের জেরে বিপর্যস্ত শহরাঞ্চলের অর্থনীতিকে চাঙা করতে রাজ্য সরকার রাজ্যের মহিলাদের আয় বাড়ানোর ওপর জোর দিচ্ছে।

এই লক্ষ্যে শহরাঞ্চলের মহিলা স্বনির্ভর গোষ্ঠীগুলিকে সহজ শর্তে ১০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে নবান্নর তরফে। বিভিন্ন উত্‍পাদনমুখী কাজের সঙ্গে যুক্ত এধরণের গোষ্ঠীই এই আর্থিক সহায়তা পেতে পারে।

ইতিমধ্যেই এই ঋণ প্রদানের প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে বলে নগরোন্নয়ন দপ্তর সূত্রে খবর।

রাজ্যে মোট ১২৫টি পুরসভা ও ছ’টি পুর নিগম এলাকায় প্রায় ৬০ হাজার স্বনির্ভর গোষ্ঠী রয়েছে। যারা হাঁস-মুরগি ও ছাগল পালন, হস্তশিল্প ও ক্ষুদ্রশিল্প ভিত্তিক উত্‍পাদনমুখী কাজের সঙ্গে যুক্ত।

কোভিড পরিস্থিতেত তারা মাস্ক, স্যানিটাইজার, পিপিই কিটের মতো নানা সরঞ্জামও তৈরি করছে। বাড়তি ঋণ পেলে এই সব স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে যুক্ত মহিলা ও তাদের পরিবারের সদস্যরা উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে।

সোমবার থেকে খুলছে তারাপীঠ মন্দির

রাজ্যের পুরো ও নগরোন্নয়ন দপ্তর সূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে বার্ষিক ৭ শতাংশ সুদে ৬০ হাজার স্বনির্ভর গোষ্ঠী কে সহজ কিস্তিতে দেওয়া হবে। প্রথম কিস্তিতে দেওয়া হবে দেড় লাখ টাকা। সেই টাকা সোদ করলেই মিলবে পরবর্তী কিস্তির টাকা।

যদিও বিরোধীদের একাংশ মনে করছে, বিধানসভা ভোটকে মাথায় রেখেই গ্রামীণ মহিলাদের পেতে এ ধরনের প্রকল্প নিয়ে আসছে রাজ্য সরকার। বাস্তবে এই প্রকল্প নামসর্বস্ব ছাড়া কিছুই নয়।

সম্পর্কিত পোস্ট