নীলবাড়ি দখলের মহড়া শুরু, চলতি মাসেই বাংলায় বিজেপির তিন মুর্তি
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ লক্ষ্য নীলবাড়ি দখল। তাই নির্বাচনের আগেই নিজেদের সেরাটা দিতে চাইছে গেরুয়া শিবির। তাই একমাসের মধ্যে রাজ্যে আসছেন বিজেপির তিন প্রথম সারীর নেতা। চলতি মাসের মধ্যে আরও একবার করে বঙ্গ সফর করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা।
বিজেপি সূত্রের খবর, ২২ ফেব্রুয়ারি হুগলীতে জনসভা করবেন প্রধানমন্ত্রী। ওই দিনেই কলকাতায় একটি সরকারী অনুষ্ঠানে যোগদান করবেন তিনি। তার আগে ১৮ তারিখ কাকদ্বীপে রথযাত্রার উদ্বোধন করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই নিয়ে একই মাসের মধ্যে দ্বিতীয়বার পশ্চিমবঙ্গে আসছেন তিনি।
সবশেষে ২৫ ফেব্রুয়ারী দক্ষিণবঙ্গে জনসভা করবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। একইসঙ্গে দক্ষিণবঙ্গের কার্যকতাদের নিয়ে সাংগঠনিক সভা করবেন তিনি। এমনটাই বিজেপি সূত্রের খবর।
সঠিক সময়ে রাজ্যের মর্যাদা ফিরে পাবে জম্মু-কাশ্মীর, সংসদে দাঁড়িয়ে ঘোষণা শাহের
প্রধানমন্ত্রীর জনসভার আগে শনিবার এলাকা পরিদর্শন করেন বিজেপি নেতৃত্ব। রাজ্যের ২৯৪ টি বিধানসভার কেন্দ্রের পাশাপাশি একেবারে গ্রামীন স্তরের সংগঠনেও বিশেষ গুরুত্ব দিতে চাইছেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব।
কিছুদিন আগেই পশ্চিমবঙ্গ সফরে এসেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মধ্যরাত অবধি বৈঠক করেন বিজেপির প্রথম সারীর নেতাদের সঙ্গে। সেখানে উপস্থিত ছিলেন সদ্য তৃণমূল থেকে আসা রাজীব বন্দ্যোপাধ্যায়। সেখানে দলীয় কর্মীদের উদ্দেশ্যে বার্তা দিয়ে অমিত শাহ স্পষ্ট করেন ২১ নির্বাচনে বাংলা দখলই তাঁদের প্রধান লক্ষ্য।