Narada Case LIVE Updates: আজকের মত মামলা শুনানি শেষ, পরবর্তী শুনানি আগামীকাল দুপুর ২টো

Narada Case LIVE Updates: রাজ্য বনাম সিবিআই মামলায় আইনজীবিদের তরজা

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ দীর্ঘ সওয়াল জবাবের পর ৫ মিনিটের পর বিরতি রাখা হয়। বিরতি থেকে ফিরে আসার পর ফের  শুরু হয় সওয়াল জবাব।

তিনি বলেন, চার জনই হাসপাতালে রয়েছেন। তাঁরা আর কোথায় যাবেন?

আইনজীবী লুথরা বলেন, অভিযুক্তদের ভয়েস স্যাম্পেল আগেই নেওয়া হয়েছে। তদন্ত হয়ে গিয়েছে। চার্জশিট দাখিল হয়ে গিয়েছে। চার্জশিট দাখিল করে তো তাঁদেরকে গ্রেফতার করা হয়েছে। চার্জশিট দাখিলের পর পুলিশ হেফাজতের প্রয়োজন? চার বছর ধরে আপনি গ্রেফতার করলেন না। এখন কীসের জন্য দরকার?

অভিযুক্তদের জামিন পাওয়া উচিত বলে দাবী করেন সিংভি।

আজকের মত মামলা শুনানি শেষ পরবর্তী শুনানি আগামীকাল দুপুর দুটো।

আইনজীবী আইনজীবী লুথরা এদিন, শোভন চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থা নিয়ে বিচারপতির কাছে আশঙ্কা প্রকাশ করেন। তিনি বলেন শোভন চট্টোপাধ্যায় কোন জনপ্রতিনিধি নয় । কিন্তু তার সিওপিডির সমস্যা রয়েছে। তার কোভিড হওয়ার ঝুঁকি রয়েছে।

এদিন আদালতে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, রাজ্যপালের কাছে চার জনের বিরুদ্ধে চার্জশিট গঠনsর জন্য অনুমোদন করে সিবিআই। গত জানুয়ারি মাসে চেয়েছিল। কিন্তু কত 5 মাস পর রাজ্যপাল হঠাৎ করে এই মামলার চার্জশিট গঠনের জন্য অনুমোদন দেয়।

সম্পর্কিত পোস্ট