মঙ্গলবার সুপ্রিম কোর্টে নারদকাণ্ডের শুনানি।

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ নারদকাণ্ড নিয়ে আরও একবার চরম নাটকীয়তা। মঙ্গলবার সিবিআইয়ের আবেদনের ভিত্তিতে সুপ্রিম কোর্টে হতে চলেছে মামলার শুনানি। দুই বিচারপতি বেঞ্চে হবে মামলার শুনানি। ফলে আরও জটিলতায় পড়লেন চার নেতা ফিরহাদ হাকিম, শোভন চট্টোপাধ্যায়, সুব্রত মুখার্জী এবং মদন মিত্র।

যদিও আইনজীবীরা মনে করছেন এখনও অবধি হাইকোর্টে উচ্চ বেঞ্চের তরফে এখনও রায় মেলেনি। তাই বিষয়টি হাইকোর্টে ফেরত পাঠাতে পারে শীর্ষ আদালতের বিচারপতিরা।

১৭ তারিখ রাজ্যের চার হেভিওয়েট নেতা ফিরহাদ হাকিম, শোভন চট্টোপাধ্যায়, মদন মিত্র এবং সুব্রত মুখার্জীকে গ্রেফতার করে সিবিআই। নিম্ন আদালতে তরফে চার নেতাকে জামিন দেওয়া হয়। চার নেতার জামিনে স্থগিতাদেশ জারি করে হাইকোর্টে উপস্থিত হয় সিবিআই। কিন্তু দুই বিচারপতির ডিভিশন বেঞ্চে মতপার্থক্য দেখা দেয়।

বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় জানান, অভিযুক্তদের জামিন দেওয়া হবে। কিন্তু প্রধান বিচারপতি রাজেশ বিন্দাল সেবিষয়ে একমত ছিলেন না। সেই কারণে বিষয়টি পাঁচ বিচারপতির ডিভিশন বেঞ্চে উপস্থিত হয়। সেইসঙ্গে চার অভিযুক্তকে গৃহবন্দী থাকার নির্দেশ দেওয়া হয়। হাইকোর্টের সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে আবেদন জমা করে সিবিআই।

অন্যদিকে, সোমবার পাঁচ বিচারপতির ডিভিশন বেঞ্চে মামলার শুনানি চলে। মামলার প্রত্যেকটি অংশ এদিন বিচারপতিরা শোনেন। পরবর্তী শুনানির জন্য বুধবার ঘোষণা করা হয়।

সম্পর্কিত পোস্ট