নারদকাণ্ডে রায়ঃ ভিডিওকলে আধিকারিকদের সঙ্গে দেখা ও ফাইলের কাজ সারতে হবে অভিযুক্তদের

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ গ্রেফতার হওয়া চার নেতা জনপ্রতিনিধি হওয়ার কারণে অফিসারদের সঙ্গে ভিডিওকলে দেখা করতে পারবেন৷ সমস্ত ফাইলের কাজ ভিডিও কলের মাধ্যমেই হবে৷ মানুষের জন্য জনপ্রতিনিধিদের কাজে অগ্রাধিকার দিল আদালত।

শারীরিকভাবে কেউ বাইরে যেতে পারবেন না।চার জনেই গৃহবন্দী থাকবেন। হাইকোর্টের উচ্চতর ডিভিশন বেঞ্চ গঠন করা প্রশাসনিক বিষয়। তা সময়সাপেক্ষ৷ তাই উচ্চতর ডিভিশন বেঞ্চে যাওয়ার আগে চার হেভিওয়েট নেতা মন্ত্রী গৃহবন্দী থাকবেন।

দুই বিচারপতির মতবিরোধ , বৃহত্তর বেঞ্চে নারদ কান্ডে শুনানি

চার নেতাই থাকবেন গৃহবন্দী। দুই বিচারপতির সিদ্ধান্তে একমত না হওয়ার কারণে গোটা বিষয়টি উচ্চতর ডিভিশন বেঞ্চে যাবে। কিন্তু গোটা বিষয়টি প্রশাসনিক বিভাগের মধ্যে পড়ে। সেখানে প্রধান বিচারপতির অনুমোদনের প্রয়োজন হয়৷ সেই কারণে বিষয়টি সময়সাপেক্ষ৷

আপাতত চার নেতা গৃহবন্দী থাকবেন। বাড়িতে থেকেই কোভিডের বিরুদ্ধে কাজ চালিয়ে যাবেন। শারিরীকভাবে কারোর সঙ্গে দেখা করতে পারবেন না। একমাত্র অফিসারদের সঙ্গে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে বৈঠক করতে পারবেন।

নারদাকান্ডে পরতে পরতে জড়িয়ে রয়েছে টুইস্ট। দুই বিচারপতির মধ্যে মতপার্থক্য রয়েছে। একজন বলছেন চারজনের জামিন মঞ্জুর করা হোক। অন্যজন বলছেন চারজনের হাউস অ্যারেস্ট হোক। এই মতপার্থক্যের জেরে ফের বৃহত্তর বেঞ্চে আজ দুপুর ২ টো থেকে মামলার শুনানি শুরু হবে। তৃতীয় বিচারপতি যে রায় দেবেন তাই গৃহীত হবে। অন্যথায় ব্যাঙ্কশাল কোর্টের যে রায় ছিল তাই বহাল থাকবে।- জানালেন মদন মিত্রর আইনজীবী। এই বৃহত্তর বেঞ্চ গঠন সময় সাপেক্ষ। বিচারপতিদের এজলাসে মামলার তালিকা দেখে গোটা বিষয়টি চূড়ান্ত করা হয়। সে ক্ষেত্রে আরও কয়েক দিন সময় লাগতে পারে।

সম্পর্কিত পোস্ট