কোভিড নিয়ে আলোচনায় সর্বদলীয় বৈঠকের ডাক প্রধানমন্ত্রীর
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ দেশের কোভিড পরিস্থিতি নিয়ে আলোচনায় শুক্রবার সাড়ে ১০ টায় সর্বদলীয় বৈঠক ডাকলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। চলতি বছরে দেশজুড়ে করোনা মহামারি ছড়িয়ে পড়ার পর এই দ্বিতীয়বার সর্বদলীয় বৈঠকের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর। সমস্ত দলের সংসদীয় নেতাদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক সারবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
বৈঠকে উপস্থিত থাকার কথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং সংসদীয় মন্ত্রী প্রহ্লাদ যোশীর।
শনিবার দেশের ভ্যাক্সসিন গবেষণা কেন্দ্রগুলি নিজে ঘুরে দেখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কোভিড ভ্যাক্সিনের কাজ কতদূর হয়েছে? তা নিয়ে বিশেষজ্ঞদের সগে বৈঠক করেন তিনি। সূত্রের খবর, কোভিড ভ্যাক্সিন নিয়ে কি কি করেয়া দরকার তার একটা রোডম্যাপ স্থির করতেই গবেষণা কেন্দ্রগুলি নিজেই ঘুরে দেখেন প্রধানমন্ত্রী।