১৮ এর উর্ধ্বে বিনামূল্যে ভ্যাকসিনের ঘোষণা প্রধানমন্ত্রীর

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ সোমবার জাতির উদ্দেশ্যে ভাষণে বিশেষ ঘোষণা প্রধানমন্ত্রীর। জুনের ২১ তারিখ থেকে সকলকে বিনামূল্যে ভ্যাকসিন দেওয়ার কথা ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

এদিন প্রধানমন্ত্রী বলেন, রাজ্যের সমস্ত ভ্যাকসিনের দায়িত্ব নেবে কেন্দ্র। আগামী দুই সপ্তাহের মধ্যে সকলকে বিনামূল্যে ভ্যাকসিন দেওয়া হবে। আগামী ২১ তারিখ থেকে ১৮ বছরের উর্ধ্বে সকলকে ভ্যাকসিন দেওয়ার কথা ঘোষণা করেন তিনি।

তিনি আরও বলেন, ৭৫ শতাংশ ভ্যাকসিন দেবে কেন্দ্র। বাকি ২৫ শতাংশ সঠিক মূল্যের বিনিময়ে মিলবে প্রাইভেট হাসপাতালগুলি থেকে।
প্রধানমন্ত্রী আরও বলেন, ২০১৪ সালে ৬০ শতাংশ ভ্যাকসিনের জোগান দেওয়া সম্ভব ছিল৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমলে ৯০ শতাংশ ভ্যাকসিন দেওয়া সম্ভব হয়েছে। করোনার মোকাবিলার জন্য প্রাথমিক পদক্ষেপ মাস্ক পড়া এবং স্যানিটাইজার ব্যবহার জরুরী।

ইতিমধ্যেই ভ্যাকসিনের ঘাটতি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে একাধিক রাজ্য। এই মুহুর্তে দেশে পর্যাপ্ত ভ্যাকসিনের অভাব রয়েছে। এবিষয়ে নরেন্দ্র মোদির দাবী, ভ্যাকসিন ভারতে উৎপাদন না হলে আরও বেশী সমস্যায় পড়তে হত সাধারণ মানুষকে। আগের মতো হলে বিদেশ থেকে ভ্যাকসিন রপ্তানি করতে কয়েক দশক লেগে যেত৷ সারা দেশে ভ্যাকসিন পৌঁছাতে ৪০ বছর লেগে যেত৷

প্রধানমন্ত্রী বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার নিয়ম মেনেই চলছে টিকাকরণ। যাদের ঝুঁকি সবথেকে বেশী তাঁদেরকে আগে ভ্যাকসিন দেওয়া হয়েছে। দ্বিতীয় ঢেউয়ের আগে প্রথম সারীর যোদ্ধাদের ভ্যাকসিন না দেওয়া হলে বেশী সমস্যায় পড়তে হত সাধারণ মানুষকে৷

এই মুহুর্তে দেশের ২৩ কোটি লোককে টিকা দেওয়া হয়েছে। কম সময়ের মধ্যে অনেকটা লক্ষ্য পূরণ হয়েছে। টাস্ক ফোর্স তৈরি করে টিকার সরবরাহ বাড়ানো হচ্ছে৷ ৩ টি সংস্থার তরফে আলাদা টিকার ট্রায়াল চলছে। শিশুদের আরও দুটি টিকার ট্রায়াল চলছে।

সম্পর্কিত পোস্ট