খুনের হুমকি প্রধানমন্ত্রী Narendra Modi কে, NIA-র হাতে চাঞ্চল্যকর mail
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ Narendra Modi কে খুনের হুমকি। এমনই এক ভয়াবহ হোয়াটসঅ্যাপ মেসেজ (Whatsapp Messege) ইমেইল (Mail) মাধ্যমে এসেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ-এর (NIA) কাছে। মেসেজ দেখার পর থেকেই তৎপর হয়ে উঠেছে দেশের সুরক্ষা সংস্থাগুলি।
মেসেজে লেখা ছিল ইমেইল প্রাপক আত্মহত্যা করবে তাতে ষড়যন্ত্রের খবর কখনোই প্রকাশ্যে আসবেনা। মেসেজে আরও লেখা রয়েছে, “নরেন্দ্র মোদি কে খুন করো।” সূত্রের খবর, এই ইমেইল পাওয়ার পর থেকে প্রধানমন্ত্রী সুরক্ষা ব্যবস্থা আরো আঁটোসাঁটো করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
Narendra Modi
সর্বভারতীয় সংবাদমাধ্যমের রিপোর্ট অনুসারে, শুধু প্রধানমন্ত্রী ( Narendra Modi )নয় এই ইমেইল আইডি থেকে বেশকিছু ইমেল পাওয়া গেছে যেখানে দেশের বিশিষ্ট ব্যক্তিদের খুনের হুমকি দেওয়া হয়েছে। যদিও ইমেইল আইডি কে ব্যবহার করছেন তার ব্যাপারে কোন তথ্য এখনও পাওয়া যায়নি।
কমপক্ষে কুড়িটি স্লিপার সেল এই কাজের জন্য সক্রিয় হয়েছে। স্লিপার সেলের কাছে রয়েছে ২০ কেজি আরডিএক্স (RDX)। মুম্বাইয়ের (Mumbai) এনআইএ (NIA) শাখা থেকে জানানো হয়েছে এই ইমেইল তারা অন্যান্য সুরক্ষা এজেন্সিদের সঙ্গে ভাগ করে নিয়েছে। তাদের ধারনা এই ইমেইল এর পেছনে রয়েছে একাধিক সন্ত্রাসী সংগঠন।
SSC মামলায় প্রাক্তন উপদেষ্টাকে CBI জিজ্ঞাসাবাদে স্থগিতাদেশ, হাইকোর্টের ডিভিশন বেঞ্চে রায় বদল
সাইবার ডিপার্টমেন্টের (Cyber Department) পক্ষ থেকে ইমেইল আইপি অ্যাড্রেস শনাক্ত করার চেষ্টা চলছে। এর আগেও প্রজাতন্ত্র দিবস উপলক্ষে গোয়েন্দা বিভাগের কাছে প্রধানমন্ত্রী কে মেরে ফেলার হুমকি এসেছিল। তবে সঠিক সময়ে সুরক্ষা বাহিনী জেনে যায় বলে এই পরিকল্পনা ভেস্তে যায়।
কিছুদিন আগেই পাঞ্জাবের ফিরোজপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ( Narendra Modi ) নিরাপত্তায় গাফিলতি ঘটেছিল। এছাড়া মোদির সহ বিজেপির অন্যান্য নেতাদের কনভয় আটকে বিক্ষোভ দেখানো হয়েছিল পাঞ্জাবে। দেশে কিছু চাঞ্চল্যকর পরিস্থিতির জন্য প্রধানমন্ত্রীর জীবন নিয়ে গোয়েন্দা বিভাগ যথেষ্টই আশঙ্কিত। যদিও এনআইএ সুরক্ষার বিভাগ থেকে এখনো কোনো সরকারি বিবৃতি পাওয়া যায়নি।