নরেন্দ্র মোদি ভারতবর্ষের নাগরিক, জানাল প্রধানমন্ত্রীর দফতর

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে তোলপাড় হয়েছে গোটা দেশ। তারই মধ্যে এনপিআরের প্রস্তাব আনার কথা রয়েছে কেন্দ্র সরকারের। যেখানে নাম, জন্ম তারিখ এবং জন্মস্থান সহ একাধিক বিষয়ে জানার জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। যা ঘিরে রীতিমতো বিরোধিতা করেছে বিরোধী পক্ষ। এনপিআরের কর্মসুচীতে কাগজ দেখাবে না বলে ঠিক করেছেন বিরোধী পক্ষ।

যদিও এই বিষয়ে একাধিক কর্মসূচীতে প্রধানমন্ত্রীর জন্মস্থান, জন্ম তারিখ নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছিলেন অনেকেই। এবিষয়ে জানতে চেয়ে ১৭ জানুয়ারি প্রধানমন্ত্রীর দফতরের সঙ্গে যোগাযোগ করেন শুভঙ্কর সরকার নামের এক ব্যক্তি।

শুক্রবার প্রধানমন্ত্রীর দফতর থেকে উত্তর পাঠানো হয়। সেখানে বলা হয় ১৯৫৫ সালের নাগরিকত্ব আইনের ৩ নং ধারা অনুযায়ী নরেন্দ্র মোদি ভারতবর্ষের নাগরিক। প্রধানমন্ত্রী যে ভারতবর্ষের নাগরিক, সেবিষয়ে কোনও সন্দেহ নেই।

সম্পর্কিত পোস্ট