ধূূপগুড়িতে আহত ও নিহতদের পরিবার পিছু ক্ষতিপূরণ ঘোষণা মোদী-মমতার
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ ধূপগুড়ির জলঢাকা ময়নাতলা এলাকায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ১৪ জনের। ঘটনায় আহত হয়েছেন ১৮ জন। মঙ্গলবার রাত ৯টা নাগাদ ঘটনাটি ঘটেছে বলে জানা গিয়েছে। নিহত এবং আহতরা ময়নাগুড়ির চর চূড়াভান্ডার এবং ওদলাবাড়ি সংলগ্ন ডামডিম এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে।
ধুপগুড়ির দুর্ঘটনায় মৃতদের পরিবারকে আড়াই লক্ষ টাকা ক্ষতিপুরনের কথা ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মর্মান্তিক এই দুর্ঘটনায় শোকপ্রকাশ করেন তিনি। এছাড়াও আহতদের চিকিৎসার জন্য ৫০ হাজার টাকা করে দেওয়ার কথা ঘোষনা করেন মুখ্যমন্ত্রী।
এদিন দুপুরে রাজ্যের পর্যটনমন্ত্রী গৌতম দেব ময়নাগুড়ি রানীরহাট মোড় এলাকার বাসিন্দা দুর্ঘটনায় মৃত আমল রায়ের বাড়িতে আসেন। দুর্ঘটনায় অমল রায় সহ তার দুই সন্তানের মৃত্যু হয়েছে।
এদিন গৌতম দেব ছাড়াও ময়নাগুড়ির বিধায়ক অনন্তদেব অধিকারী, রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়, ধুপগুড়ি বিধায়ক মিতালি রায়, ময়নাগুড়ি পঞ্চায়েত সমিতির সভাপতি শিবম রায় বসুনিয়া উপস্থিত ছিলেন।
পর্যটনমন্ত্রী আসার পর কান্নায় ভেঙ্গে পরেন মৃতের পরিবারের সদস্যরা। গৌতম বাবু জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় আহতদের চিকিৎসার সব রকমের দায়িত্ব নিয়েছেন। রাজ্য সরকার নিহতদের পরিবারের পাশে রয়েছে৷ প্রশাসনের তরফ থেকে সব রকমের সহযোগীতা করা হবে।
শিলভদ্র দত্তের টিকা প্রশ্নে বিতর্ক,কটাক্ষ শাসক দলের
অন্যদিকে আজ সকালে আহতদের দেখতে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে পৌঁছোন আলিপুরদুয়ারের তৃণমূল বিধায়ক সৌরভ চক্রবর্তী। এছাড়াও দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন তিনি।
বুধবার সকালে দুর্ঘটনাগ্রস্ত স্থল পরিদর্শন করতে যান রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। এদিন হাসপাতালে গিয়ে আহত ও নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তাদের পাশে থাকার বার্তা দেন তিনি। পাশাপাশি তিনি মন্তব্য করেন, ঘন কুয়াশার জন্য এই ঘটনা ঘটেছে। একইসঙ্গে মনে করিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সেভ ড্রাইভ সেফ লাইফ প্রকল্প কতটা জরুরি।
উত্তরবঙ্গের ধুপগুড়িতে পথদুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টুইট করে শোকাহত পরিবারগুলোর পাশে থাকার বার্তা দিয়েছেন তিনি।
পাশাপাশি প্রধানমন্ত্রী জাতীয় রিলিফ ফান্ড থেকে নিহতদের পরিবারকে দু’লক্ষ টাকা এবং আহতদের পরিবারকে ৫০ হাজার টাকা করে এককালীন সাহায্য দেওয়া হবে বলেও এদিন টুইট করে জানান প্রধানমন্ত্রী।
একইসঙ্গে এলাকার স্থানীয় বাসিন্দারা ধুপগুড়ির এই মর্মান্তিক পথ দুর্ঘটনায় কোনো রকম রাজনৈতিক রঙ না লাগানোর অনুরোধ জানিয়েছেন।