পোপ ফ্রান্সিসের সঙ্গে ঘন্টাখানেক বৈঠক সারলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ শনিবার পোপ ফ্রান্সিসের সঙ্গে মুখোমুখি বৈঠক সারলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার সেই বৈঠকে উপস্থিত ছিলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। প্রায় ঘন্টাখানেক ধরে দু’পক্ষের মধ্যে চলে বৈঠক। বৈঠকের শেষে পোপ ফ্রান্সিসকে আমন্ত্রণ জানান প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী নিজে ট্যুইট করে জানান, পোপ ফ্রান্সিসের সঙ্গে বৈঠক ফলপ্রসূ হয়েছে৷ একাধিক বিষয় নিয়ে কথা হয়েছে। আমি নিজে ভারতে আসার জন্য আমন্ত্রণ জানিয়েছি। সূত্রের খবর, দারিদ্র্য দূরীকরণ এবং পরিবেশের একাধিক বিষয় নিয়ে দু’পক্ষের মধ্যে আলোচনা হয়েছে।

বিদেশসচিব হর্ষ বর্ধন শ্রীংলা জানিয়েছেন, এদিন দুই পক্ষের মধ্যে আলোচনার কোনও বিষয়বস্তুই আগে থেকে ঠিক করা হয়নি। তবে যে সমস্ত বিষয় নিয়ে আলোচনা হয়েছে তা আমাদের সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সূত্রের খবর, ১৯৯৯ সালে অটল বিহারী বাজপেয়ীর আমলে পোপ দ্বিতীয় জন পল ভারতে এসেছিলেন। তারপর ভারতে আসতে চলছেন পোপ ফ্রান্সিস।

জি-২০ সামিটের অনুষ্ঠানে ইতালিতে উপস্থিত হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে ইতালির প্রধানমন্ত্রী মারিও দ্রাঘির সঙ্গে দেখা করেন তিনি। এরপরেই গ্লাসগো যাবেন তিনি।

সম্পর্কিত পোস্ট