Narendra Modi : পরীক্ষায় সময় পড়ুয়াদের চাপ মুক্ত থাকার টিপস প্রধানমন্ত্রীর

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ বাৎসরিক ‘পরীক্ষা পে চর্চার’ (PPC) পঞ্চম সংস্করণে শুক্রবার পড়ুয়া এবং তাদের অভিভাবকদের সঙ্গে কথা বলবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ( Narendra Modi )। পরীক্ষার চাপ এবং অনলাইনে অফলাইনে পরীক্ষা দেওয়ার আরও পদ্ধতি নিয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দেবেন তিনি।

কিছুদিন আগে টুইট করে প্রধানমন্ত্রী ( Narendra Modi  )জানান যে পরীক্ষা পেয়ে চর্চা অনুষ্ঠানকে ঘিরে মানুষের উত্তেজনা অভূতপূর্ব। লক্ষ লক্ষ মানুষ এই অনুষ্ঠান নিয়ে তাদের মতামত জানিয়েছেন। ছাত্র শিক্ষক শিক্ষিকা এবং অভিভাবকদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য তিনি ধন্যবাদ জানিয়েছেন। এর আগেও প্রধানমন্ত্রী এই অনুষ্ঠানের কিছু ভিডিও নিজের সোশ্যাল প্ল্যাটফর্মে শেয়ার করেছেন।

Anis Khan death : বুধবার গোপন জবানবন্দি রেকর্ড আনিস খানের বাবা সহ পরিবারের ৪ জনের

Narendra Modi

এই ভিডিওতে পড়ুয়াদের পরীক্ষা সংক্রান্ত নানা প্রশ্ন এবং তাদের জীবনে পড়া নিয়ে বিভিন্ন চাপ সম্পর্কেও আলোচনা করতে দেখা গেছে। এই অনুষ্ঠান হয় ১ই এপ্রিল। দিল্লির তালকাটোরা স্টেডিয়ামে (Delhi Talkota Stadium) সকাল ১১ টায় এই অনুষ্ঠান আয়োজিত হয়। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান( Dharmendra Pradhan) জানিয়েছেন যে পরীক্ষা পে চর্চা অনুষ্ঠানের জন্য সারা বছর মানুষ অপেক্ষা করে।

এই অনুষ্ঠানে পরীক্ষা সংক্রান্ত বিভিন্ন প্রশ্নের উত্তর দেন প্রধানমন্ত্রী ( Narendra Modi )। শুধু দেশ নয়,দেশের বাইরে থেকেও বহু ছাত্র শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রের অভিভাবকরা অনুষ্ঠানে যোগ দেন। দীর্ঘকাল করোনার জন্য বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ছিল। গৃহবন্দী ছিল গোটা বিশ্ব। ক্রমশ পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে। শিক্ষাপ্রতিষ্ঠান গুলিতে করোনা বিধি মেনে অফলাইনে চলছে পরীক্ষা।

এই অবস্থায় পরীক্ষা পেয়ে চর্চা অনুষ্ঠান গুরুত্বপূর্ণ বলে মনে করছেন প্রধানমন্ত্রী ( Narendra Modi )। তিনি আরও জানান দেশের বিভিন্ন প্রান্তের নির্বাচিত ছাত্রছাত্রীরা রাজভবন থেকে রাজ্যপালের উপস্থিতিতে এই অনুষ্ঠান দেখবেন। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর মতে এই অনুষ্ঠানের মাধ্যমে শুধু দেশ নয়, দেশের বাইরেও ভারতীয় প্রবাসীদের কাছে পৌঁছানো হবে। তাদের উদ্দেশ্য পিপিসি যেন শিক্ষার্থীদের জন্য একটি চাপমুক্ত মাধ্যম হয়ে ওঠে এবং এই অনুষ্ঠান একটি গণ আন্দোলনে পরিণত হতে পারে।

সম্পর্কিত পোস্ট