চলতি মাসেই ভারত সফরে ট্রাম্প, টুইটারে স্বাগত জানালেন মোদি
মার্কিন প্রেসিডেন্টকে স্বাগত জানাতে ভারত তৈরি জানালেন প্রধানমন্ত্রী
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ চলতি মাসেই ভারত সফরে ট্রাম্প । তার আগেই আবেগপুর্ণ টুইট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ট্রাম্পের ভারতে পা রাখার আগেই টুইটারে আনন্দ প্রকাশ তিনি। মার্কিন প্রেসিডেন্টকে স্বাগত জানাতে ভারত তৈরি বলে জানালেন তিনি।
বুধবার মার্কিন যুক্তরাষ্ট্রের সাংবাদিকদের মুখোমুখি হয়ে ডোনাল্ড ট্রাম্প জানান, প্রথমবার ভারত সফরের জন্য ভীষণভাবে উৎসুক তিনি।
তাঁর এই সফর দুই দেশের বাণিজ্যিক সম্পর্ককে আরও শক্তিশালী করে তুলবে বলে মনে করছেন তিনি।
মার্কিন রাষ্ট্রপতি বলেন, গতবারে আমরা মাত্র ৪০ থেকে ৫০ হাজার মানুষের সামনে একজোট হয়েছিলাম।
তবে এবার প্রায় ১ লক্ষ মানুষ দুই দেশের এই ঐতিহাসিক মুহুর্তের সাক্ষী থাকবে।
Extremely delighted that @POTUS @realDonaldTrump and @FLOTUS will visit India on 24th and 25th February. India will accord a memorable welcome to our esteemed guests.
This visit is a very special one and it will go a long way in further cementing India-USA friendship.
— Narendra Modi (@narendramodi) February 12, 2020
ট্রাম্পের মুখে ভারত সফরের কথা শুনেই টুইটারে সেই আনন্দের বহিঃপ্রকাশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ট্রাম্পকে স্বাগত জানাতে ভারত প্রস্তুত, তা জানিয়ে দিলেন তিনি।
তিনি আরও বলেন, গণতন্ত্র রক্ষার ক্ষেত্রে দুই দেশের কতগুলি সাধারণ প্রতিশ্রুতি রয়েছে, যা আগামী দিনে দুই দেশের সম্পর্ককে আরও মজবুত করে তুলবে।
চলতি মাসের ২৪ এবং ২৫ তারিখ ভারত সফরে আসছেন আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প এবং ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। দিল্লি সহ প্রধানমন্ত্রীর জন্মস্থান আমেদাবাদেও সফর করবেন ট্রাম্প।
India and USA share a common commitment to democracy and pluralism. Our nations are cooperating extensively on a wide range of issues. Robust friendship between our nations augurs well not only for our citizens but also for the entire world.
— Narendra Modi (@narendramodi) February 12, 2020
গত বছর টেক্সাসে ‘হাউডি মোদি’র মতই আমেদাবাদে সেজে উঠছে “কেমছো ট্রাম্প” ।
এবারের মার্কিন প্রেসিডেন্টের সফরে নতুন কিছু চমক থাকবে বলে আশা করছে আন্তর্জাতিক মহল।
শুধুমাত্র বাণিজ্যিক চুক্তি নয়, আগামী দিনে দুই দেশের বন্ধুত্ব রাষ্ট্রসংঘে পাকিস্তানকে বেকায়দায় ফেলতে পারে। মত কূটনৈতিক মহলের।
আরও পড়ুনঃ কাশ্মীর ইস্যুতে ভারতকে কোণঠাসা করতে নাছোড়বান্দা পাকিস্তান
ইতিমধ্যেই প্রায় ১ লক্ষ দর্শকের জন্য আমেদাবাদে গড়ে তোলা হয়েছে মোতেরা স্টেডিয়াম।
যার জন্য ১০০ মিলিয়নের অধিক অর্থ ব্যয় করেছে সরকার।
গত কয়েক বছরেই দুই রাষ্ট্রনেতার বন্ধুত্বপুর্ণ ছবি দেখেছে গোটা বিশ্ব।এর আগে হাউস্টনে চারবার বৈঠক করেছেন দু’পক্ষ।
চলতি বছরে এখনও অবধি প্রধানমন্ত্রীর সঙ্গে দুই বার যোগাযোগ করেছেন মার্কিন রাষ্ট্রপতি।
আরও পড়ুনঃ হাউসের রিপোর্টে বেকায়দায় ট্রাম্প এবার পালা কংগ্রেসে
তারপর মার্কিন রাষ্ট্রপতির ভারত সফর সেই জল্পনাকে আরও বাড়িয়ে তুলেছে।
এর আগে ২০১০ এবং ২০১৫ সালে ভারত সফরে এসেছিলেন প্রাক্তন মার্কিন রাষ্ট্রপতি বারাক ওবামা।
তারপর এই প্রথমবার ভারত সফরে আসতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প।