কিষাণ সম্মান নিধি নিয়ে এবার মমতাকে চিঠি দিল তোমর

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ কিষাণ সম্মান নিধি নিয়ে এবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিলেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিংহ তোমর। কেন্দ্রীয় প্রকল্প নিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি পাঠালেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী। রাজ্যের তরফে নোডাল অফিসার নিয়োগের অনুরোধ করা হয়েছিল।

সেই প্রেক্ষিতে আবেদনকারীদের তালিকা খতিয়ে দেখতে রাজ্যকে অনুরোধ করেন তোমর। ‘রাজ্য সহযোগিতা করলেই কৃষকদের অ্যাকাউন্টে টাকা পাঠাবে কেন্দ্র’, মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়ে জানালেন নরেন্দ্র সিংহ তোমর।

প্রসঙ্গত, সোমবারই ‘পিএম কিষাণ সম্মান নিধি’ প্রকল্পের সুবিধা নিতে সায় দেয় রাজ্য সরকার। নবান্ন সূত্রে খবর, এই প্রকল্পের সুবিধা নেওয়ার জন্য রাজ্যের প্রায় ২১ লক্ষ কৃষক কেন্দ্রের কাছে আবেদন জানিয়েছিলেন।

তার ভিত্তিতেই রাজ্য সরকারকে আবেদনকারীদের নামের তালিকা যাচাই করার নির্দেশ দিয়েছে মোদি সরকার। তাতে কোনও আপত্তি নেই বলে এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

http://sh103.global.temp.domains/~lyricsin/thequiry/for-the-time-being-i-have-moved-away-from-politics-said-laxmiratan-shukla/

বলেছিলেন, ভেরিফিকেশনের জন্য আমরা লিস্ট চেয়েছি। ভেরিফিকেশন করে দেব। কৃষকরা টাকা পেলে পাক না। মোদি সরকারের ‘পিএম কিষাণ সম্মান নিধি’ প্রকল্পে কৃষকদের তিনটি কিস্তিতে দু’হাজার টাকা করে মোট ৬ হাজার টাকা দেওয়া হয়। যাঁদের সর্বাধিক ২ একর চাষের জমি আছে, তাঁরাই এই টাকা পান।

এই প্রকল্পের টাকা সরাসরি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়। সম্প্রতি কেন্দ্রকে চিঠি পাঠিয়ে রাজ্য সরকার বলে, ‘পিএম কিষাণ সম্মান নিধি’ প্রকল্পের টাকা সরাসরি রাজ্য সরকারের কোষাগারে পাঠানো হোক।

তারপর সেই টাকা কৃষকদের অ্যাকাউন্টে পৌঁছে দেওয়া হবে। কিন্তু, রাজ্য সরকারের এই আবেদনে সাড়া দেয়নি কেন্দ্র। উল্টে পশ্চিমবঙ্গে এই প্রকল্প চালু না করে, তৃণমূল সরকার কৃষকদের বঞ্চিত করছে বলে অভিযোগ করেছেন নরেন্দ্র মোদি, অমিত শাহরা।

সম্পর্কিত পোস্ট