Naseeruddin Shah : “রংবদলানো-সুযোগ সন্ধানী” নাসিরুদ্দিনের কটাক্ষের শিকার বাবুল
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ বালিগঞ্জের উপনির্বাচনের(Ballygunge Byelection) বাম প্রার্থী সায়রা হালিমের ( Saira Shah Halim ) পাশে এবার দাঁড়ালেন কিংবদন্তী অভিনেতা নাসিরুদ্দিন শাহ ( Naseeruddin Shah )। সম্পর্কে সায়রা হালিম তাঁর ভাইজি। সায়রা হালিমকে ভোট দেওয়ার পক্ষে নাসিরুদ্দিন শাহ একটি ভিডিও বার্তা প্রকাশ করলেন।
এই ভিডিওতে তিনি যেমন সায়রা হালিমের প্রশংসা করেছেন তেমনি তৃণমূল প্রার্থী বাবুল সুপ্রিয় (Babul Supriyo) নাম না নিয়ে তাকে কটাক্ষ করেছেন ‘দলবদলু’, ‘হেট মঙ্গার’ নামে। নাসিরুদ্দিন শাহ ( Naseeruddin Shah ) বলেন, ” আমি কোন রাজনৈতিক দলের সদস্য নই। সম্পূর্ণ ব্যক্তিগত কারণে ভোট চাইছি। আপনারা কোন মানুষকে বেছে নেবেন যে সব সময় মানুষের বিপদে পাশে দাঁড়াবে নাকি এমন কেউ যে নিজের রাজনৈতিক মতাদর্শ বারবার অদলবদল করবে? সেই মতামত আপনাদের।”
Russian Ukraine War : ইউক্রেনের প্রসাশনিক ব্যবস্থা ধংসের লক্ষ্যে মেয়রদের অপহরণ রাশিয়ার!
Naseeruddin Shah
এই বক্তব্যের পাল্টা জবাব হিসেবে বিজেপির প্রাক্তন মন্ত্রী তথা বালিগঞ্জের তৃণমূল প্রার্থী বাবুল সুপ্রিয় একটি সংবাদমাধ্যমকে জানান, ” বিভিন্ন আলটপকা মন্তব্যের জন্য নাসিরুদ্দিন শাহ আগেও হাসির খোরাক হয়েছেন। উনি অনেক বড় মাপের অভিনেতা। ওঁনাকে শ্রদ্ধা করি তবে রাজনীতি নিয়ে উনি অবগত নন। তাই তিনি এসব মন্তব্য করছেন।”
তিনি আরও বলেন,” দলবদলু দুই প্রকারের হয়। এক, যারা নিজের স্বার্থের জন্য দল পরিবর্তন করে। দুই,যারা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে দল ছাড়ে। উনি ( নাসিরুদ্দিন)এসব জানেন না। এদিকে নাসিরুদ্দিন শাহ বরাবরই মোদির সরকারের বিপক্ষে আওয়াজ তুলেছেন। তাঁর মতে ভারতের ধর্মনিরপেক্ষতার ওপর এর আগে এমন আগ্রাসন কখনও ঘটেনি।
নাসিরুদ্দিন এবং বাবুল সুপ্রিয় দুজনেই নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে আগে কথা তুলেছেন। নাসিরুদ্দিন শাহের এই ভিডিও বার্তায় সাম্প্রদায়িকতার এবং দল-পরিবর্তন জাতীয় মতাদর্শের বিরোধিতা পরিষ্কার।