দিল্লির প্রাক্তন বিজেপি নেত্রী নূপুর শর্মার মন্তব্যে তপ্ত বাংলা, প্রায় আট ঘন্টা অবরুদ্ধ জাতীয় সড়ক
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ বিজেপি মুখপাত্রের নবী নিন্দাকে কেন্দ্র করে সারা দেশের পাশাপাশি এরাজ্যেও বিক্ষোভ শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে হাওড়া জেলায় ৬ নম্বর জাতীয় সড়কে একাধিক জায়গায় অবরোধ শুরু হয় যা দুপুরের পরেও বজায় থাকে। আর সেই অবরোধের জেরে জাতীয় সড়কে তীব্র যানজট ছড়িয়ে পড়ার পাশাপাশি হাজার হাজার মানুষ চূড়ান্ত ভোগান্তির মুখে পড়েন।
তার জেরেই এদিন দুপুরে নবান্ন থেকে এক সাংবাদিক বৈঠকের মাধ্যমে এই অবরোধ তুলে নিতে অনুরোধ জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি সংখ্যালঘুদের আশ্বস্ত করেছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “সংখ্যালঘুদের উপর হামলা হলে সংখ্যাগুরুদের প্রতিবাদ করতে দিন। আর সংখ্যাগুরুদের উপর অত্যাচার হলে সংখ্যালঘুরা গর্জে উঠুন”।
বললেন, ‘বিজেপির বিরুদ্ধে যখন প্রতিবাদ তখন বাংলায় কেন অবরোধ? দিল্লির সরকারের বিরুদ্ধে যখন রাগ বিক্ষোভ তখন বাংলায় কেন অবরোধ? যারা অবরোধ করছেন তাঁরা দিল্লি বা বিজেপি শাসিত রাজ্যে গিয়ে অবরোধ করুন না। আমাদের সমর্থন থাকবে। কিন্তু আমরা এখানে শান্তি চাই। বিজেপি অশান্তি ছড়ানোর চেষ্টা করছে। সেই ফাঁদে কেন আপনারা পা দিচ্ছেন। এদের তো মানুষ আপনাদের ভুল বুঝছে। আমার অনুরোধ অবরোধ তুলে নিন।’
তৃণমূলে যাচ্ছি না, যারা এসব রটাচ্ছেন BJP থেকে তাদের বের করে দেওয়া হবেঃ লকেট চট্টোপাধ্যায়
বিজেপির মুখপাত্রদের কু-মন্তব্যের বিরুদ্ধে এদিনই টুইট করে তীব্র প্রতিবাদ জানিয়েছেন মমতা। সেখানে তিনি জানিয়েছেন, ‘আমি বিজেপির কিছু সর্বনাশা, দায়িত্বজ্ঞানহীন নেতা-নেত্রীর সাম্প্রতিক জঘন্য, প্ররোচনামূলক, বিভেদমূলক ও ঘৃণাসর্বস্ব মন্তব্যের তীব্র নিন্দা করছি।”
তিনি আরও বলেন, “এমন মন্তব্য ও আচরণের ফলে শুধু হিংসাই ছড়ায় না, দেশের মন বিভক্ত হয়, দেশের শান্তি ও সংহতিও নষ্ট হয়। আমি জোরালোভাবে দাবী করছি, দেশের ধর্মনিরপেক্ষ ঐতিহ্য ও ঐক্য রক্ষার স্বার্থে এবং সর্বসাধারণের মানসিক শান্তির প্রয়োজনে বিজেপির অভিযুক্ত নেতা-নেত্রীদের অবিলম্বে গ্রেফতার করা হোক। একই সঙ্গে, এই ঘৃণ্য প্ররোচনা সত্ত্বেও, আমি আমার সমস্ত জাতি, ধর্ম এবং সম্প্রদায়ের সকল ভাই ও বোনদের কাছে সাধারণ মানুষের বৃহত্তর স্বার্থে শান্তি বজায় রাখার জন্য আবেদন জানাচ্ছি।’