জাতীয় সুরক্ষার স্বার্থে সমাধান হোক কৃষক সমস্যা: অমরিন্দর সিং
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ বৃহস্পতিবার কৃষকদের সঙ্গে চতুর্থ দফার বৈঠকে বসতে চলেছে কেন্দ্র। তার আগে মুখোমুখি বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং। বৈঠকের পর পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্তেন অমরিন্দর সিং বলেন, কৃষকদের আন্দোলনের প্রভাব শুধুমাত্র পাঞ্জাবের অর্থনীতি নয়, জাতীয় সুরক্ষার ক্ষেত্রেও ব্যাপক প্রভাব ফেলবে। তাই দু’পক্ষের কাছে যত দ্রুত সম্ভব সমস্যার সমাধানের কথা বলেন তিনি।
বৃহস্পতিবার অমিত শাহের সঙ্গে বৈঠকের পর অমরিন্দর সিং বলেন, কৃষক এবং কেন্দ্রের মধ্যে আলোচনা চলছে। আমার সমাধান সমাধান করার মতো কিছুই নেই। স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে আমি দ্রুত এই সমস্যার সামধানের জন্য আর্জি জানিয়েছি। পাঞ্জাবের অর্থনীতি এবং জাতীয় সুরক্ষার কথা মাথায় রেখে দ্রুত সমস্যার সমাধানের জন্য আর্জি জানিয়েছেন মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং।
Discussion is going on between farmers & Centre, there’s nothing for me to resolve. I reiterated my opposition in my meeting with Home Minister & requested him to resolve the issue as it affects the economy of my state & security of the nation: Punjab CM Captain Amarinder Singh https://t.co/OPfQWdyPCL pic.twitter.com/6T4gxMuydo
— ANI (@ANI) December 3, 2020
সংসদে পাশ হওয়া নতুন আইনের প্রতিবাদে গত কয়েকদিন ধরে দিল্লির সীমান্তে উপস্থিত হয়েছেন পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, রাজস্থান সহ একাধিক রাজ্যের কৃষকরা। সরকারী সূত্রের খবর, এখনও অবধি প্রায় তিন লক্ষ কৃষক আন্দোলনে শামিল হয়েছে। সমাধান সূত্র খুঁজে বের করতেই বৃহস্পতিবার সকালে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসভবনে উপস্থিত হন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং। কেন্দ্রের সঙ্গে কৃষক সংগঠনগুলির বৈঠকের আগে দুই রাজনৈতিক নেতার বৈঠক তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুনঃ দেশজুড়ে ‘কালো আইন’ কৃষকদের মৃত্যুর পরোয়ানার সমানঃ হান্নান মোল্লা
গত কয়েকদিন ধরে দিল্লির সীমান্তে জমায়েত হয়েছেন কৃষকরা। মঙ্গলবার পাঞ্জাবের ৩৫ টি কৃষক সংগঠনের সঙ্গে বৈঠক করেন কেন্দ্রীয় কৃষি মন্ত্রী নরন্দ্র সিং তোমার এবং কেন্দ্রীয় রেলমন্ত্রী পীযূষ গোয়েল । বৈঠক ফলপ্রসুর কথা কেন্দ্রীয় কৃষিমন্ত্রী বললেও কিন্তু সেদিনের বৈঠকে কোনও সমাধান বের হয়নি। বৃহস্পতিবার আরও এক দফায় কৃষক সংগঠনগুলির সঙ্গে বৈঠক করতে চলেছে কেন্দ্র। এদিনের বৈঠকের কৃষকদের সমস্যার সামধান বের হবে বলে আশাবাদী কেন্দ্র।
Adhir Ranjan Chowdhury, Congress MP writes to Lok Sabha Speaker Om Birla to call the Winter Session to discuss present farmers protest, the status of COVID19 vaccine and issues of economic slowdown and unemployment
(file photo) pic.twitter.com/p7ZAdsUg5D— ANI (@ANI) December 3, 2020
অন্যদিকে কৃষক আন্দোলন সহ একাধিক ইস্যু নিয়ে সংসদে আলোচনার জন্য স্পিকার ওম বিড়লাকে চিঠি দেন লোকসভার বিরোধী দলনেতা অধীর রঞ্জন চৌধুরী। আর্থিক মন্দা, বেকারত্ব এবং দেশের কোভিড পরিস্থিতি নিয়ে আলোচনার কথাও উল্লেখ করেন তিনি।