সাংবাদিকদের খবর সংগ্রহে রাশ টানতে চাইছে NBSA

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ করোনা আতঙ্কে কাঁপছে সারা দেশ৷ কিন্তু পেশার তাগিদে সাংবাদিকরা যত্রতত্র চলে যাচ্ছেন৷ এবং সেখান থেকে লাইভ বা ভিডিও নিউজ করছেন৷ এবার তাতে রাশ টানতে চাইছে নিউজ ব্রডকাস্টিং স্ট্যান্ডার্ডস অথরিটি‌৷

বিশেষ করে করোনা রোগীদের হাসপাতাল-সহ যে সমস্ত জায়গায় আইসোলেশনে রাখা হয়েছে, সেখানে সাংবাদিক, চিত্রসাংবাদিক ও সম্পাদকীয় বিভাগের অন্য কর্মীদের যেতে নিষেধ করল নিউজ ব্রডকাস্টিং স্ট্যান্ডার্ডস অথরিটি‌৷

তারা জানিয়েছে, কিছু সাংবাদিক হাসপাতালে আইসোলেশন ওয়ার্ড বা নির্দিষ্ট হোটেলের মতন জায়গায় গিয়ে চিকিৎসাকর্মী, রোগী ও সম্ভাব্য রোগীদের সাক্ষাৎকার নিয়েছেন৷ তাদের গোপনীয়তার অধিকার ও অন্যদের জীবন সুরক্ষিত রাখার স্বার্থেই তা বন্ধ হওয়া দরকার৷

আরও পড়ুনঃ#CoronaEffect: আইপিএলের ভবিষ্যৎ বিশ বাঁও জলে

জীবনের ঝুঁকি নিয়ে যাঁরা দিবারাত্র করোনাভাইরাসের আপডেট দিয়ে চলেছেন, এই মারণ ভাইরাস ছাড়ল না সাংবাদিককেও৷ সম্প্রতি মুম্বইয়ের তিন সাংবাদিক নোভেল করোনাভাইরাসে আক্রান্ত হন৷ ওই তিনজনকে আইসোলেশনে রাখা হয়েছে।

একই সঙ্গে ওই সংবাদমাধ্যমে কাজ করা আরও ৩৭ জনকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। মুম্বইয়ের মিউনিসিপ্যাল কর্পোরেশন সূত্রে খবর, দক্ষিণ মুম্বইয়ের অফিসে রোজ চাকরি করতে যান ব্যান্দ্রার একটি হোটেলে থাকা ৪০ সাংবাদিক।

গত কয়েকদিন ধরেই করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ে খবর করছেন সাংবাদিকরা। তাঁদের কয়েকজনের শরীরে করোনার উপসর্গ দেখা দিতেই তাঁদের লালারসের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। তিনজনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে।

তবে রিপোর্ট নেগেটিভ এলেও আক্রান্তদের সংস্পর্শে আসায় বাকি ৩৭ জনকেও কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

সম্পর্কিত পোস্ট