কমছে ভারতীয় পাখির সংখ্যা, উদ্বেগ ১০১ প্রজাতির পাখি নিয়ে : রিপোর্ট

রিপোর্ট বলছে,৮৬৭ প্রজাতির ভারতীয় পাখির বর্তমান পরিস্থিতি মূল্যায়ণের ক্ষেত্রে সাম্প্রতিক গতি প্রকৃতি অনুযায়ী মূল্যায়ণ করলে ৭৯ শতাংশ এবং দীর্ঘ মেয়াদি মূল্যায়ণে ৫০ শতাংশ পাখি কমে যাচ্ছে।

দ্য কোয়ারি ডেস্ক : ভারতীয় পাখির সংখ্যা কমে যাচ্ছে। ১০১টি প্রজাতির পাখিকে নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।

ভারতীয় পাখি হ্রাস পাচ্ছে ৭৯ শতাংশ। অন্যদিকে, নাটকীয় ভাবে বাড়ছে জাতীয় পাখি ময়ুরের সংখ্যা। এমনটাই জানিয়েছে একটি রিপোর্ট।

কমছে ভারতীয় পাখির সংখ্যা, শঙ্কায় দিন গুণছে চড়ুই

ইন্ডিয়ান বার্ডস রিপোর্ট ২০২০ সূত্রে আরও জানা গিয়েছে, সারা দেশে বেশ কিছুসংখ্যক চড়ুই পাখিও খুব খারাপ ভাবে টিকে রয়েছে। গ্রামীণ এলাকায় চড়ুই পাখির সংখ্যা বাড়লেও শহরে কমে যাচ্ছে।

সোমবার গুজরাটের গান্ধিনগরে ‘পরিযায়ী প্রজাতির বন্যপ্রাণী সংরক্ষণ’ বিষয়ে  সংশ্লিষ্ট পক্ষের ১৩ তম সম্মেলনের ফাঁকে ওই রিপোর্ট প্রকাশিত হয়।

ওই রিপোর্টে বলা হয়েছে, ৮৬৭ প্রজাতির ভারতীয় পাখির বর্তমান পরিস্থিতি মূল্যায়ণের ক্ষেত্রে সাম্প্রতিক গতি প্রকৃতি অনুযায়ী মূল্যায়ণ করলে ৭৯ শতাংশ এবং দীর্ঘ মেয়াদি মূল্যায়ণে ৫০ শতাংশ পাখি কমে যাচ্ছে।

সবমিলিয়ে ১০১টি প্রজাতির পাখি উচ্চ সংরক্ষণের দাবিতে তালিকাভুক্ত হয়েছে।

কমছে ভারতীয় পাখির সংখ্যা, আশ্চর্যজনক ভাবে বাড়ছে ময়ূরের সংখ্যা

অন্যদিকে রিপোর্ট দাবি করেছে, সাম্প্রতিক বা দীর্ঘমেয়াদি যেভাবেই মূল্যায়ণ করা হোক না কেন, ভারতীয় ময়ুরের সংখ্যা সাধারণ ভাবে বাড়ছে।

দেশের কোনও কোনও অঞ্চলে বিপুল পরিমাণ শস্য ধ্বংস করছে ময়ুর। ফলে এদিকে লক্ষ্য রাখার বিষয়ে জোর দিয়েছে রিপোর্ট।

মানুষের মধ্যে ধারনা রয়েছে চড়ুই পাখির সংখ্যা  কমে যাচ্ছে। এর বিপরীতে রিপোর্ট দাবি করেছে, ২৫ বছরেরও বেশি সময় ধরে এই প্রজাতির পাখি সাবলীল ভাবে টিকে রয়েছে।

আরও পড়ুন : এক বছরে অনাহারে তিন লাখের বেশি শিশুমৃত্যু, জনস্বার্থ মামলায় কড়া অবস্থান সুপ্রিম কোর্টের

যদিও দেশের ছ’টি মেট্রো সিটি বেঙ্গালুরু, চেন্নাই, দিল্লি,হায়দরাবাদ, মুম্বাই ও কলকাতায় এই প্রজাতির পাখির সংখ্যা কমে যাচ্ছে।

অনলাইনে বার্ড ওয়াচারসদের পাঠানো তথ্য বিশ্লেষণ করে রিপোর্টে আরও বলা হয়েছে, ২৫ বছরের বেশি সময় ধরে ৪৮ শতাংশ প্রজাতি বাড়ছে।

কিন্তু গত পাঁচ বছরে ৭৯ শতাংশ কমছে। অন্যদিকে ১৪৬টি প্রজাতির বার্ষিক গতি প্রকৃতির মূল্যায়ণে দেখা গিয়েছে ৮০ শতাংশ হ্রাস পাচ্ছে।

এর মধ্যে দ্রুত হ্রাস পাচ্ছে ৫০ শতাংশ। অন্যদিকে ছয় শতাংশ স্থিতিশীল এবং ১৪ শতাংশ বাড়ছে।

জানা গিয়েছে, ১৫ হাজার ৫০০ বার্ড ওয়াচারসের ১০ মিলিয়ন পর্যবেক্ষণের ভিত্তিতে এই রিপোর্ট তৈরি হয়েছে।

রিপোর্ট আরও বলেছে, ২৬১টি প্রজাতির পাখির দীর্ঘ মেয়াদি্ গতি প্রকৃতির মূল্যায়ণে ২০০০ সাল থেকে ৫২ শতাংশ কমছে।

এর মধ্যে দ্রুত কমছে ২২ শতাংশ। অন্যদিকে ৪৩ শতাংশ প্রজাতি স্থিতিশীল এবং পাঁচ শতাংশ বাড়ছে।

আরও পড়ুন : বিয়ের টোপ দিয়ে ২০ মহিলাকে ধর্ষণ ও খুন, অভিযুক্ত ‘সায়ানায়েড মোহন’-এর যাবজ্জীবন

সংরক্ষণের ক্ষেত্রে ক্যাটাগরি ভিত্তিক বিপদের মুখে থাকা প্রজাতির তালিকাও করেছে ওই রিপোর্ট।

কমমাত্রায় বিপদের তালিকায় রয়েছে ৪৪২ প্রজাতি, মধ্যম পর্যায়ের তালিকায় রয়েছে ৩১৯ প্রজাতি এবং উচ্চ পর্যায়ের বিপদের তালিকায় রয়েছে ১০১ প্রজাতি।

যৌথ ভাবে ১০টি গবেষণা সংস্থা এই রিপোর্ট প্রস্তুত করেছে।

এর মধ্যে রয়েছে অশোকা ট্রাস্ট ফর রিসার্চ ইন ইকোলজি অ্যান্ড এনভায়রনমেন্ট, বোম্বে ন্যাচারাল হিস্ট্রি সোসাইটি, ওয়াইল্ডলাইফ ইনস্টটিউট অফ ইন্ডিয়া, ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেচার ইন্ডিয়া, সেলিম আলি সেন্টার ফর অরনিথোলজি অ্যান্ড ন্যাচারাল হিস্ট্রি এবং ওয়েটল্যান্ডস ইন্টারন্যাশনাল সাউথ এশিয়া সহ অন্যান্য সংস্থা।

সম্পর্কিত পোস্ট