বাংলাদেশের নব্য জেএমবি জঙ্গি বোমা প্রশিক্ষক ধৃত

অনলাইনে বোমা বানানোর কৌশল ছড়াত

দ্য কোয়ারি ডেস্ক: নব্য জেএমবির সামরিক শাখার প্রধান প্রশিক্ষক ও বোমা প্রস্তুতকারক সহ ৩ জঙ্গিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের জঙ্গি দমন শাখা কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)।

ধৃত তিনজন হলো জাহিদ হাসান ওরফে রাজু ওরফে ইসমাঈল হাসান ওরফে ফোরকান, সাইফুল ইসলাম মারুফ ওরফে বাসিরা ও মহন্মদ রুম্মান হোসেন ফাহাদ ওরফে আব্দুল্লাহ।

তাদের কাছ থেকে বিস্ফোরক পদার্থ, ঢাকনাযুক্ত জিআই পাইপ, রিমোট কন্ট্রোল ডিভাইস, লোহার বল, সাংগঠনিক কাজে ব্যবহৃত তিনটি মোবাইল ফোন ও একটি ট্যাব উদ্ধার করা হয়েছে।

সিটিটিসির প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মহম্মদ. আসাদুজ্জামান জানান, ধৃত জঙ্গি জাহিদ হাসান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে রসায়নে বি়এসসি পাশ করে। ২০১৬ সালে অনলাইনে নব্য জেএমবির তৎকালীন আমির মুসার সঙ্গে পরিচয় হয়।

মুসার সঙ্গে কাজ করার সুবাদে সংগঠনের তৎকালীন শীর্ষস্থানীয় জঙ্গিদের নজরে আসে জাহিদ। রসায়নে পরদর্শী ও তার সাহসের জন্য তাকে এই সংগঠনের সামরিক শাখার সদস্য করা হয় অল্পদিনে গ্রেনেড ও বোমা বানানোয় অত্যন্ত দক্ষ হয়ে ওঠে এবং নিত্য নতুন কৌশলে আইইডি (ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস) প্রস্তুত করে। নব্য জেএমবির বোমা ও গ্রেনেড তৈরিতে হাতে কলমে প্রশিক্ষণ দিত জাহিদ।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের ধারাবাহিক অভিযানে নব্য জেএমবির শীর্ষস্থানীয় জঙ্গিরা খতম হলে জাহিদ আত্মগোপনে চলে যায়। অপর জঙ্গি সাইফুল ইসলাম মারুফ একজন দক্ষ বোমা তৈরির কারিগর।

সম্পর্কিত পোস্ট