নেতাজি জন্মজয়ন্তীকে পরাক্রম দিবস হিসেবে পালন করবে কেন্দ্র

দ্য কোয়ারি ওয়েবডেস্ক : নেতাজীর জন্মদিনকে পরাক্রম দিবস হিসাবে পালন করবে কেন্দ্র। ২৩ জানুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরের আগেই একথা জানিয়ে দিল কেন্দ্র।

এমনিতেই এবারে নেতাজী সুভাষচন্দ্র বসুর ১২৫ তম জন্মদিনকে ঘিরে কেন্দ্র এবং রাজ্যের মধ্যে তরজা শুরু হয়েছে। নেতাজী জন্মদিবস পালনে উদ্যোগ নিয়েছে দু’পক্ষই৷

নেতাজির জন্মদিন জাতীয় ছুটি হিসাবে ঘোষণার জন্য কেন্দ্রের কাছে আবেদন জানিয়েছিল রাজ্য সরকার৷ কিন্তু সেব্যাপারে কেন্দ্রের তরফে কিছু জানানো হয়নি।

ঠিক সেই সময়েই ওই দিনটিকে দেশনায়ক দিবস হিসাবে বাংলায় পালনের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। আর তার পরেই কেন্দ্রের তরফে জানানো হয়, ওই দিনটিকে পরাক্রম দিবস হিসাবে পালন করবে গোটা দেশ।

মঙ্গলবার কেন্দ্রের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, নেতাজীর অদম্য সংকল্প এবং দেশের প্রতি নিঃস্বার্থ সেবাকে সম্মান জানাতে ২৩ জানুয়ারি সারা দেশজুড়ে ‘পরাক্রম দিবস’ হিসাবে পালন করা হবে৷

এবছর ২৩ জানুয়ারি নেতাজির জন্মদিবস উপলক্ষে কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিন জাতীয় গ্রন্থাগারে একটি অনুষ্ঠানে উপস্থিত থাকবেন তিনি। থাকবেন ভিক্টোরিয়া হলের চা চক্র অনুষ্ঠানে।

কলকাতার বিদ্বজ্জনদের সঙ্গে দেখা করবেন তিনি।
ইতিমধ্যেই নেতাজির জন্মজয়ন্তি উদযাপনের জন্য কমিটি গঠন করেছে কেন্দ্র সরকার। সেখানে রয়েছেন একাধিক রাজনৈতিক নেতা সহ সমাজের দিকপাল ব্যক্তিত্বরা।

ভোটের আগে নেতাজির জন্ম জয়ন্তী পালনে কেন্দ্র এবং রাজ্যের এই প্রতিযোগিতার পিছনে বাঙালির ভাবাবেগকে উস্কে দেওয়া হচ্ছে বলে মনে করছে রাজনৈতিক মহল।

সম্পর্কিত পোস্ট