নেতাজী ইন্ডোরে ধুন্ধুমার, ঠিকা শ্রমিকদের বিক্ষোভে অবরুদ্ধ এলাকা
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ সামাজিক সুরক্ষা এবং বেতন পরিকাঠামো নিয়ে সরকার প্রতিশ্রুতি রাখবে। এই আশাতেই সোমবার নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে বৈঠকে উপস্থিত হয়েছিলেন সেলফ এমপ্লয়েড লেবার অরগানাইজেশন।
কিন্তু বৈঠক ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি নেতাজী ইন্ডোর স্টেডিয়াম জুড়ে। শুরু হয় বিক্ষোভ এবং পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়। এলাকায় মোতায়েন বিরাট পুলিশ বাহিনী।
এদিনের সরকারের পক্ষ থেকে উপস্থিত ছিলেন শ্রমমন্ত্রী মলয় ঘটক, পুরমন্ত্রী ফিরহাদ হাকিম এবং বিদ্যুৎমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়।
http://sh103.global.temp.domains/~lyricsin/thequiry/there-are-two-different-type-of-people-in-cricket-said-amit-shah/
অভিযোগ, এদিনের বৈঠকের তাঁদের দাবী মেটাতে পারেনি সরকার। সেইসঙ্গে এপ্রিল মাস থেকে শ্রমিকদের কোনও কমিশন মেলেনি বলে অভিযোগ তোলেন তাঁরা। পরিবর্তে ভোটের প্রচার করেছেন তৃণমূল নেতৃত্ব। বৈঠকে শোভনদেব চট্টোপাধ্যায়ের বক্তব্য শেষ হতেই ক্ষোভে ফেটে পড়েন শ্রমিকরা।
প্রায় ১ ঘন্টা ধরে পথ অবরোধ করেন শ্রমিকরা। ছিঁড়ে ফেলা হয় সরকারী পোস্টার। সরকারের তরফে কোনও সদুত্তর না মেলা অবধি এই আন্দোলন চালিয়ে যাবেন বলে জানিয়েছেন শ্রমিকরা।
রাতারাতি কোনও সমস্যার সমাধান সম্ভব নয় জানালেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম।.
মুলত এক ওয়েবসাইট থেকে এসএলওটাকে সরিয়ে দেওয়া হয়। যার ফলেই সমস্যায় পড়তে হয়। এরপর করোনার কারণে তা পিছিয়ে যায়। আন্দোলনের দাবীকে সমর্থন জানিয়েছি। কিন্তু কি এমন হল যাতে পরিস্থিতি এতটা উত্তপ্ত হয়ে গেল বুঝতে পারিনি। মমতা বন্দোপাধ্যায়ের সরকার আন্দোলনের দাবী মেনে নিয়ে কমিশন বাড়িয়ে দেবেন। তবে এভাবে আন্দোলন করে কোনও লাভ হবে না। দাবী বিদ্যুৎমন্ত্রী শোভনদেব চচট্টোপাধ্যায়ের৷