আকাশছোঁয়া দর হাঁকাচ্ছে OLA-UBER, টেক্কা দিতে মহানগরের রাজপথে নামছে RYDE

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ কলকাতার রাজপথে যাত্রা শুরু করল নতুন অ্যাপ ক্যাব। নাম হল ‘রাইড’। ওলা-উবেরের আকাশছোঁয়া ভাড়া। তাকে টক্কর দিতেই কলকাতার সব ট্যাক্সি অ্যাসোসিয়েশনের উদ্যোগে চালু করা হল এই নতুন অ্যাপ ক্যাব।

বৃহস্পতিবার থেকেই চালু হয়েছে এই অ্যাপ ক্যাবের পরিষেবা। এই অ্যাপক্যাবের বিশেষত্ব হল, রাত অথবা দিন, ঝড়বৃষ্টি সবসময়ই এই অ্যাপক্যাবের ভাড়া একই থাকবে।

সংস্থার তরফ থেকে আরও জানানো হয়েছে, এই পরিষেবা যেকোনও সময় যেকোনও আবহে অপরিবর্তিত থাকবে। একইসঙ্গে গাড়িতে যাত্রীদের জন্য এসি পরিষেবাও বাধ্যতামূলক করা হয়েছে।

সংগঠন সূত্রে জানা গেছে, গুগল প্লে স্টোর থেকেই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করা যাবে। দিনের যেকোনো সময় গাড়ি বুক করা যাবে। প্রতি কিলোমিটার ভাড়া থাকবে মাত্র ১৫ টাকা। নূন্যতম চার্জ হিসাবে ৩৫ টাকা দিতে হবে।

প্রয়াত কাজল সিনহার ঘনিষ্ঠ তৃণমূল নেতা খুন খড়দায়, গ্রেফতার ৫

আরেকটি উপায় হল যারা মোবাইল অ্যাপে সড়গড় নন, তাদের ক্ষেত্রে প্রত্যাকদিন ২৪ ঘন্টা ব্যাপি একটি টোল ফ্রি নম্বর থাকছে। গাড়ি বুক করার নম্বরটি হল ৯৮৩৬১১১২২২।

আরও জানা গিয়েছে, রাতের সময়ে মহিলাদের নিরাপত্তার কথাও গুরুত্ব দিচ্ছেন তারা। ১৬ জন মহিলা ড্রাইভারও রাখা হয়েছে। আপাতত এই ক্যাবের পরিষেবা শুধুমাত্র কলকাতা বাসীরাই পাবেন। পরবর্তীতে শহরতলি ও নিকটবর্তী জেলাগুলিতেও এই পরিষেবা চালু করার পরিকল্পনা নেওয়া হচ্ছে সংগঠনের তরফে।

অ্যাপক্যাবের উদ্বোধন করেছেন রাজ্যের প্রাক্তন পরিবহন মন্ত্রী তথা কামারহাটির বিধায়ক মদন মিত্র।কলকাতার অ্যাপ ক্যাব অপারেটর গিল্ডের সম্পাদক ইন্দ্রনীল বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‌এই অ্যাপ ক্যাবে যাত্রী চালক উভয়েরই লাভ। গাড়ির চালক কিংবা মালিকের তো অবশ্যই যাত্রীদেরও অনেক কম টাকা খরচ হবে।’‌

সম্পর্কিত পোস্ট