ব্রিটেনে দ্রুত গতিতে বাড়ছে নতুন প্রজাতির করোনা সংক্রমণ

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ দ্রুত গতিতে বেড়ে চলেছে করোনার নতুন প্রজাতির সংক্রমণ৷ নতুন করে আতঙ্কে ব্রিটেনবাসী। ব্রিটেন যাতায়তে নিষেধাজ্ঞা জারি করেছে একাধিক দেশ।

রবিবার থেকেই কড়া সতর্কতা জারি করা হয়েছে লন্ডন সহ অন্যান্য শহরগুলিতে৷ রবিবার  ব্রিটেনের সঙ্গে যোগাযোগ ব্যবস্থায় নিষেধাজ্ঞা জারি করেছে অস্ট্রিয়া, জার্মানি, ইতালি, আয়ারল্যান্ড, বেলজিয়াম, ফ্রান্স এবং নেদারল্যান্ডস। বিমান চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে তুরস্ক, সৌদি আরব এবং ইজরায়েল।

গত সেপ্টেম্বরে দক্ষিণ-পুর্ব ইংল্যান্ডে নতুন প্রজাতির করোনা ভাইরাসের সন্ধান মেলে। সাংবাদিক বৈঠকে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন জানিয়েছেন, পুর্বের তুলনায় নতুন ভাইরাসের সংক্রমণের ক্ষমতা ৭০ শতাংশ বেশী।

নতুন প্রজাতির এই ভাইরাসের সন্ধান মিলেছে অস্ট্রেলিয়া, ডেনমার্ক এবং নেদারল্যান্ডসেও। ব্রিটেন থেকে ইতালি ফেরত এক যাত্রীর দেহে নতুন ভাইরাসের সন্ধান মিলেছে বলে জানিয়েছে সেদেশের স্বাস্থ্য মন্ত্রক। এই মুহুর্তে সেই ব্যক্তি এবং তাঁর সংস্পর্শে আসা সকলকে আইসোলেশনে রাখা হয়েছে।

আরও পড়ুনঃ প্রজাতন্ত্র দিবসে অতিথি হিসাবে আসছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন

৩১ ডিসেম্বর অবধি ব্রিটেনের সঙ্গে সমস্ত যাতায়ত বন্ধ রেখেছে একাধিক দেশ। শুধুমাত্র জরুরী পরিষেবা জারি থাকবে বলে জানানো হয়েছে। ওয়েলস এবং স্কটল্যান্ডে রয়েছে কড়া নিরাপত্তা। দ্বিতীয় এবং তৃতীয়বার করোনার সংক্রমণের পর আরও কড়া ব্যবস্থা নিয়েছে একাধিক দেশগুলি।

ইংল্যান্ডের চিফ মেডিক্যাল অ্যাডভাইসার ক্রিশ উইটি জানিয়েছেন, নতুন ভাইরাস সম্পর্কে বিশ্ব স্বাস্থ্যসংস্থাকে জানানো হয়েছে। এবিষয়ে প্রতিদিনের রিপোর্ট জানানো হয়েছে বলে জানিয়েছেন তিনি।

করোনা ভাইরাসের নতুন স্ট্রেনের কারণে ভাইরাসের সংক্রমণ বেড়েছে বলে জানিয়েছেন ইংল্যান্ডের স্বাস্থ্যসচিব ম্যাট হ্যানক। চূড়ান্ত কঠিন অবস্থান ব্রিটেনের করোনা পরিস্থিতি এসে দেখা গিয়েছে বলে জানিয়েছেন তিনি।

রবিবার জরুরী বৈঠকে বসে ফ্রান্স, জার্মানি, ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট এবং ইউরোপিয়ান কাউন্সিলের প্রেসিডেন্ট । সোমবার ফের বৈঠকে বসতে চলেছে ইউরোপিয়ান ইউনিয়ন।

সম্পর্কিত পোস্ট