বুধবার বাড়ল দৈনিক সংক্রমণ, আয়ত্তে আসছে না মৃত্যুর সংখ্যা
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ বুধবার দেশে কিছুটা বাড়ল দৈনিক আক্রান্তের সংখ্যা। স্বাস্থ্য দফতরের রিপোর্ট অনুযায়ী গত ২৪ ঘন্টায় ভারতে করোনা আক্রান্ত হয়েছেন ৯২,৫৯৬ জন। এই নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা ২,৯০,৮৯,০৬৯ জন।
গত ২৪ ঘন্টায় ভারতে মৃত্যু হয়েছে ২,২১৯ জনের। মোট মৃতের সংখ্যা ৩,৫৩,৫২৮ জন। মোট মৃতের সংখ্যায় সারা বিশ্বে আমেরিক এবং ব্রাজিলের পরেই রয়েছে ভারত।
গত ২৪ ঘন্টায় কমেছে সক্রিয় রোগীর সংখ্যা। এই মুহুর্তে দেশে সক্রিয় রোগীর সংখ্যা ১২,৩১,৪১৫ জন। দেশে করোনার পজিটিভ রেট ৪.৬৭ শতাংশ৷
মহারাষ্ট্র এবং দক্ষিণ ভারতের তিন রাজ্যে এখনও করোনার রাশ টানা সম্ভব হচ্ছে না ৷ মহারাষ্ট্রে গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়েছে ১০,৮৯১ জন। তামিলনাড়ুতে গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছেন ১৮,০২৩ জন। কেরলে একদিনে আক্রান্ত হয়েছেন ১৫,৫৬৭ জন। কর্ণাটকে আক্রান্ত হয়েছেন ৯,৮০৮ জন।
দিল্লিতে গত দুই মাস ধরে কড়া লকডাউনের পর ধীরে ধীরে খুলে দেওয়া হচ্ছিল সমস্ত কিছু । গত ২৪ ঘন্টায় রাজধানীতে আক্রান্ত হয়েছেন ৩১৬ জন। মৃত্যু হয়েছে ৪১ জনের।
করোনার রাশ টানতে ব্যাপকভাবে চলছে টিকাকরণ। গত ২৪ ঘন্টায় দেশে টিকা পেয়েছেন ২৭ লক্ষের বেশী মানুষ। দেশে এই মুহুর্তে টিকাকরণ হয়েছে ২৩ কোটি ৯০ লক্ষেরও বেশী মানুষের। ইতিমধ্যে একাধিক রাজ্যে টিকার সংকট দেখা দিয়েছে। চলতি বছরের মধ্যে ভারতে ৪৪ কোটি ভ্যাকসিন আসার জন্য অর্ডার দিয়েছে কেন্দ্র।
প্রাইভেট হাসপাতালগুলিতে কোভিশিল্ডের একটি ডোজ বিকোচ্ছে ৭৮০ টাকায়। প্রতি ডোজ কোভ্যাকসিনের মূল্য ১৪১০ টাকা। রাশিয়ান ভ্যাকসিন স্পুটনিক ভির প্রতি ডোজের মূল্য ১১৪৫ টাকা।