দিল্লি কমিশনার পদে রদবদল, নতুন কমিশনার হলেন এসএন শ্রীবাস্তব
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ রবিবার থেকে একটানা সংঘর্ষের জেরে রণক্ষেত্র উত্তর-পূর্ব দিল্লি। এখনও অবধি মৃতের সংখ্যা ৩৯ জন। আহত হয়েছেন ২০০ এর বেশী মানুষ। আহতদের মধ্যে গুলিবিদ্ধ ৬৯। এরই মধ্যে দিল্লি পুলিশ কমিশনার পদে বদলি। নতুন কমিশনার পদে নির্বাচিত হলেন সিআরপিএফ এর ডিরেক্টর জেনারেল এসএন শ্রীবাস্তব।
আরও পড়ুনঃ অঙ্কিত শর্মার খুনের ঘটনায় অভিযুক্ত তাহির হোসেনকে সাসপেন্ড করল আম আদমি পার্টি
গত পরশু কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীর ট্রেনিংয়ে নিযুক্ত ডিরেক্টর জেনারেল এসএন শ্রীবাস্তবকে দিল্লির স্পেশাল কমিশনার পদে নিযুক্ত করা হয়। তখন থেকে অমূল্য পট্টনায়কের পরবর্তী পুলিশ কমিশনার হিসেবে এসএন শ্রীবাস্তবের নাম ঘোরাফেরা করছিল। আর শুক্রবার অমূল্য পট্টনায়কের মেয়াদ ফুরানোর পর সেই সিদ্ধান্তই নিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক।
গত কয়েকমাস ধরে দিল্লিতে ক্রমাগত চলা একের পর এক ঘটনার জেরে দিল্লি পুলিশের ভুমিকা নিয়ে অভিযোগ উঠতে শুরু করে। জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়, জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ের পর গত কয়েকদিন ধরে দিল্লির সংঘর্ষের ঘটনার পর অমূল্য পট্টনায়কের অপসারণের দাবী ওঠে। সার্বিক পরিস্থিতির জেরেই অমূল্য পট্টনায়ককে সরানো হয়েছে বলে দাবী।
আরও পড়ুনঃ অঙ্কিত শর্মার খুনের ঘটনায় অভিযুক্ত তাহির হোসেনকে সাসপেন্ড করল আম আদমি পার্টি
এবিষয়ে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল জানিয়েছেন, দিল্লি হিংসার ঘটনায় পুলিশের ভুমিকা নিয়ে অসন্তুষ্ট কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। পুলিশ কমিশনারের ওপর থেকেও আস্থা হারিয়েছে মানুষ। নতুন কমিশনার এসএন শ্রীবাস্তবের উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে বলে আশা রাখছেন তিনি।