দিল্লির নতুন পুলিশ কমিশনার রাকেশ আস্থানা

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ দিল্লির নতুন পুলিশ কমিশনার হলেন রাকেশ আস্থানা। সিবিআই-এর প্রাক্তন পদস্থ কর্তা রাকেশ আস্থানার উপরি ফের আস্থা রাখলেন অমিত শাহ। মঙ্গলবার তাঁকেই দিল্লি পুলিশের নয়া কমিশনার নিযুক্ত করল মোদী সরকার।

সিবিআই-তে থাকাকালীন বিতর্কে জড়িয়ে পড়েন তিনি। তারপর আস্থানাকে ২০১৮ সালে সেখান থেকে সরিয়ে দুই বছরের জন্য সীমান্ত সুরক্ষা বাহিনী বা বিএসএফ-এর প্রধান পদে নিয়োগ করা হয়েছিল। সেই পদের মেয়াদ ফুরানোর তিন দিন আগেই গুজরাত ক্যাডারের ১৯৮৪ ব্যাচের এই আইপিএস অফিসারকে দিল্লি পুলিশের প্রধান পদে নিয়োগ করা হল।

কোভিড টিকাকরনে এবার এগিয়ে এল ভারত সেবাশ্রম সংঘ

২০১৭ সালে সিবিআই-এর স্পেশাল ডিরেক্টর পদে নিয়োগ পেয়েছিলেন আস্থানা। সেই সময়ই তত্কালীন সিবিআই প্রধান অলোক ভার্মা এই নিয়োগের তীব্র বিরোধিতা করেছিলেন। এরপর যত দিন এগোতে শুরু করে ভার্মা এবং আস্থানার বিরোধের তিক্ততা প্রকাশ্যে আসে।

এই বিতর্কের মধ্যেই রাকেশ আস্থানার বিরুদ্ধে একটি ঘুষের মামলায় তদন্ত শুরু হয়েছিল। ২০২০ সালের ফেব্রুয়ারিতে সেই তদন্তে তাঁকে ক্লিন চিট দেওয়া হয়েছিল।

সম্পর্কিত পোস্ট