নির্বাচনের ময়দানে দরকার নতুন মুখ, লড়াকু মুখ

ধরুন আপনার বাড়িতে কেউ হটাৎ অসুস্থ , রাত নেই, দিন নেই সুস্মিতা হাজির। স্থানীয় স্কুলের অনুষ্ঠান থেকে বড়দিনের অনুষ্ঠান সব ক্ষেত্রেই ওঁর উপস্থিতি পেয়ে এসেছে বারাসতের মানুষ।

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ নিঃশব্দে বিপ্লব , নেই কোনো প্রচারের চাহিদা। কাজ করে যাচ্ছেন নিঃস্বার্থে , নীরবে। নিজে মহিলা হয়েও , পুরুষদের সঙ্গে সমান তালে কাজ করে যাচ্ছেন বারাসতের সুস্মিতা।

পুরো নাম সুস্মিতা চক্রবর্তী। ঠিকানা ৩৭ বাই ২ , বামনমুড়া মেন রোড , বারাসত মিউনিসিপালিটির ১৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। ছোটবেলা থেকেই ছিল দুচোখ ভরা স্বপ্ন মানুষের পাশে থেকে , মানুষের জন্য কাজ করা। সেই স্বপ্নের পথে হেঁটেই কাজ করে যাচ্ছেন তিনি।

আরও পড়ুনঃ মানুষের ভালোবাসার ভোটে জিতেই গেছেন বেহালার তনু দি

ধরুন আপনার বাড়িতে কেউ হটাৎ অসুস্থ , রাত নেই, দিন নেই সুস্মিতা হাজির। স্থানীয় স্কুলের অনুষ্ঠান থেকে বড়দিনের অনুষ্ঠান সব ক্ষেত্রেই ওঁর উপস্থিতি পেয়ে এসেছে বারাসতের মানুষ। হিন্দু মুসলিম সম্প্রদায় কে নিয়ে একপথে হেটে চলেছেন , মানবতার বন্ধনে ভালোবাসার মোড়কে সবাই কে নিয়ে চলাই ওঁর লক্ষ।

তাই তো , বারাসত মিউনিসিপালিটির অলিতে গলিতে শোনা যায় কারোর দিদি , কারোর বোন কিংবা কারোর মেয়ে এর মতোই খুব পরিচিত আপন। সুস্মিতা মনে করে রাজনীতির রাজ্যে মানুষের হয়ে কাজ করাটা ওর কাছে হয়তো চ্যালেঞ্জ ।

তবে যদি নিজের লক্ষ ঠিক থাকে তাহলে বিষয় টা খুব সহজ সুন্দর। সাধারণ মানুষরা চান জনপ্রতিনিধি হয়ে তাদের পাশে থাকুক তাদের সুস্মিতা চক্রবর্তী, কিন্তু সুস্মিতা নিজে চান আগে মানুষের মনের গভীরে থাকতে কাজ, সেবা দিয়ে।

সুস্মিতার মতো লড়াকু মহিলারাই পারে সমাজ কে সফেদ করতে , তার জন্য দরকার হয় কিছু ক্ষমতার , আর বর্তমান সমাজে ক্ষমতা আসে রাজনীতির পরিধিতে থেকে।

আসন্ন রাজ্যের পুরসভা নির্বাচনগুলিতে নতুন মুখ, লড়াকু মুখ দরকার , যাদের ছুটে চলার গতির কাছে হার মানবে সমাজের অশুভ শক্তির , জয় হবে সত্যের – দেরিতে হলেও।

সম্পর্কিত পোস্ট