উৎকর্ষ বাংলা : চাকরিমুখী প্রশিক্ষণের মাধ্যমে কাজের সুযোগ
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ উৎকর্ষ বাংলা প্রকল্পের আওতায় চাকরিমুখী প্রশিক্ষণের মাধ্যমে আরও বেশি সংখ্যক ছেলেমেয়েকে কাজের সুযোগ করে দিতে রাজ্য সরকার উদ্যোগী হচ্ছে। এজন্য বেসরকারি সংস্থাগুলির সঙ্গে গাঁটছড়া বেঁধে তাদের মাধ্যমে প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে রাজ্যের কারিগরি শিক্ষা মন্ত্রী হুমায়ুন কবীর জানিয়েছেন।
বিধানসভায় এক লিখিত প্রশ্নের উত্তরে তিনি জানান এই প্রকল্পের আওতায় ইতিমধ্যেই ৬৮,০০০ জন ছেলে মেয়ের কর্ম সংস্থান করা হয়েছে। আগামী দিনে আরও বেশি সংখ্যক ছেলে মেয়েকে এই প্রকল্পের আওতায় নিয়ে আসা হবে। কর্মসংস্থান নিশ্চিত করতে ‘উৎকর্ষ বাংলা’ প্রকল্পের অধীনে স্বল্পমেয়াদী প্রযুক্তিগত প্রশিক্ষণ প্রদানের জন্য একটি বিশেষ উদ্যোগ শুরু হয়েছে বলে মন্ত্রী জানিয়েছেন।
উৎকর্ষ বাংলা
বেসরকারি সংস্থাগুলিকে এই উদ্যোগের অংশ হিসেবে যুক্ত করা হয়েছে।বিভিন্ন আইটিআই ও পলিটেকনিক কলেজে এইসব সংস্থার প্লেসমেন্ট সেল তৈরি করা হচ্ছে। যারা ওইসব প্রতিষ্ঠান থেকে ছেলেমেয়েদের বাছাই করে তাদের প্রশিক্ষণ দেওয়ার পর সরাসরি চাকরিতে নিয়োগ করবে।
হুমায়ুন কবির বলেন, সিস্টেমের মাধ্যমে ইতিমধ্যেই ৬৮,০০০ যুবক-যুবতীকে কর্মসংস্থান দেওয়া হয়েছে। আগামী দিনে এই সংখ্যা আরও বাড়বে। চলতি সপ্তাহে বিধানসভায় প্রশ্নোত্তর পর্ব চলাকালীন মন্ত্রী বলেন, পলিটেকনিক এবং আইটিআই ছাত্রদের কর্মসংস্থান দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
বিমান-সূর্যের বিদায়ের সঙ্গে সঙ্গে মীনাক্ষীদের উদয় নিশ্চিত সিপিএমে
তিনি বলেন, ‘এ সব শিক্ষা প্রতিষ্ঠানে কর্মসংস্থানের জন্য প্লেসমেন্ট সেল খোলা হয়েছে। বিভাগ দ্বারা কেন্দ্রীয়ভাবে একটি প্লেসমেন্ট সেলও খোলা হচ্ছে, যা খালি পদের বিষয়ে বিভিন্ন বেসরকারী সংস্থার সঙ্গে নিয়মিত যোগাযোগ করবে।’